1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদারের বদলি শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযানে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিল উদ্ধার স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ঝিনাইদহে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা যশোরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধার, নারী গ্রেফতার যশোরে তৃতীয় বর্ষে রূপান্তর প্রতিদিন তৃতীয় বর্ষের পদার্পন যশোর অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় চিকিৎসক নিহত ভাড়ার টাকা না দেয়ায় অ্যাড. জনির  বিরুদ্ধে সমিতিতে অভিযোগ, শো-কজ যশোর-২ আসনে জামায়াতের মোসলেহ উদ্দিন ফরিদ প্রার্থী চট্টগ্রামের যুবককে যশোর এনে মারপিট ও কীটনাশক খাওয়ায়ে হত্যা চেষ্টার অভিযোগে স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

যশোরে গণ অধিকার পরিষদের গণ সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : যশোরে গণ অধিকার পরিষদ যশোর জেলা শাখার উদ্যোগে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বিকালে টাউন হল ময়দানে “১৮’র কোটা সংস্কার থেকে ২৪’র রাষ্ট্র সংস্কারের স্মৃতিচারণ এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নতুন বাংলাদেশ বিনির্মাণ” শীর্ষক এ গণসমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে সংগঠনের জেলা সভাপতি এ বি এম আশিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান। এছাড়া কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

প্রধান বক্তা রাশেদ খান বলেন, “২০১৮ সাল থেকে যশোরের নেতাকর্মীরা রাজপথে আন্দোলন করে যাচ্ছেন। বিএনপি-জামায়াতসহ অন্য রাজনৈতিক দলগুলো যখন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দাঁড়াতে পারেনি, তখন গণ অধিকার পরিষদ রাজপথে ছিল। ২৪-এর গণঅভ্যুত্থান না হলে আজকের এ অবস্থায় পৌঁছানো যেত না। তবে আন্দোলনের উদ্দেশ্য এখনো পূর্ণ হয়নি।” তিনি আরও দাবি করেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত না হলে জনগণের আস্থা ফেরানো সম্ভব নয়। এজন্য পুলিশ প্রশাসনসহ রাষ্ট্রীয় যন্ত্রে সংস্কার প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

প্রধান অতিথি নুরুল হক নুর বলেন, “বাংলাদেশে রাজনীতিকে পেশিশক্তি ও কালো টাকার প্রভাবে কলুষিত করা হয়েছে। একসময় কোটি কোটি টাকা খরচ করে এমপি নির্বাচিত হয়ে ক্ষমতার অপব্যবহার হয়েছে। এই দুর্বৃত্তায়নের রাজনীতি বন্ধ করতে হবে।” তিনি আরও বলেন, “আমরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে চাই। এ লক্ষ্যেই গণ অধিকার পরিষদ রাজনীতিতে এসেছে। আওয়ামী লীগ এখন দেশের রাজনীতিতে অচল মাল, তাদের ফিরে আসার আর কোনো সুযোগ নেই।”

গণসমাবেশে বক্তারা অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, প্রশাসনে সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একইসাথে সকল বিরোধী রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট