
যশোর অফিস : যশোরে এক মানষিক প্রতিবন্ধী নারীকে (৪৫) শ্লীলতাহানীর চেষ্টা এবং মারপিটের ঘটনায় মহাসিন আলী (৬০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে কোতয়ালি থানায় অভিযোগ দেয়া হয়েছে। মহাসিন শংকরপুর বটতলা মেডিকেল কলেজ রোডের পাটোয়ারীর ছেলে।
ওই নারীর বোন অভিযোগপত্রে উল্লেখ করেছেন, তার বোন মানষিক প্রতিবন্ধী। সে কারনে তার বিয়ে সাদি দেয়া হয়নি। তিনি তার বাড়িতে থাকেন। গত ১৩ জুলাই বিকেলে ছাগলের জন্য ঘাষ কাটতে বাড়ি থেকে বের হন। বৃষ্টির কারনে বাড়ির পাশের একটি ছাউনীর নিচে দাড়িয়ে ছিলেন। সে সময় মহাসিন অসৎ উদ্দেশ্যে সেখানে যায়। এবং তার বোনের হাত ধরে টেনে তার বাড়ির মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তার বোনও জোর করে। কিন্তু নিয়ে যেতে না পেরে তাকে মারপিটে জখম করে। বিবস্ত্র করে মাটিতে ফেলে দেয়। ঘটনার সময় ওই পথ দিয়ে ছাতা নিয়ে একজন মেডিকেল শিক্ষক যাচ্ছিলেন। তিনি এগিয়ে তাকে তাকে রক্ষা করেন। তাকে প্রথমে স্থানীয় পল্লী চিকিৎসককে দেখানো হয়। পরে গত ১৭ জুলাই তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিলে চঁাচড়া পুলিশ ফঁাড়ি বিষয়টি তদন্ত করছেন।
Like this:
Like Loading...