1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০১:২৪ অপরাহ্ন

সংবাদ প্রকাশের পর মাগুরা ফায়ার সার্ভিসের উপপরিচালক মোঃ আলী সাজ্জাদ বদলী: মাগুরায় যোগ দিচ্ছেন জাহাঙ্গীর আহমেদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

ফারুক আহমেদ, মাগুরা: বরগুনা জেলা থেকে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ আসছেন মাগুরায় এবং মাগুরা ফায়ার সার্ভিসের উপপরিচালক আলী সাজ্জাদকে বরগুনা জেলায় বদলি করা হয়েছে।

প্রশাসনিক গতিশীলতা ও অফিস ব্যবস্থাপনার উন্নয়নের লক্ষ্যে মাগুরা ও বরগুনা জেলার ফায়ার সার্ভিসে উপসহকারী পরিচালক পদে রদবদল করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। ১৭ জুলাই অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মাগুরায় দায়িত্বে থাকা উপসহকারী পরিচালক মো: আলী সাজ্জাদকে বরগুনায় বদলি করা হয়েছে। তার স্থলে বরগুনা থেকে মাগুরায় যোগ দিচ্ছেন জাহাঙ্গীর আহমেদ।
সূত্র জানায়, এই রদবদলের পেছনে রয়েছে মাঠপর্যায়ের অনিয়ম, স্টেশন ব্যবস্থাপনায় শৃঙ্খলার অভাব এবং কর্মীদের একাধিক অভিযোগ।
দীর্ঘদিন ধরে মাগুরায় কর্মরত আলী সাজ্জাদকে ঘিরে উঠেছিল নানা অভিযোগ। স্থানীয় সূত্র জানায়, তার বিরুদ্ধে দাপ্তরিক অনিয়ম, স্বজনপ্রীতির মাধ্যমে লাইসেন্স প্রদান ও ভুয়া বিল অনুমোদনের মতো অভিযোগ ছিল। যদিও এসব বিষয়ে তিনি কখনো প্রকাশ্যে মুখ খোলেননি।
অন্যদিকে, নতুন দায়িত্ব পাওয়া জাহাঙ্গীর আহমেদকে ঘিরে রয়েছে ইতিবাচক প্রত্যাশা। মাগুরা ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, “জাহাঙ্গীর স্যার অভিজ্ঞ কর্মকর্তা। কাজের প্রতি তার দায়বদ্ধতা প্রশ্নাতীত। আশা করছি, মাগুরায় নতুন গতির সূচনা হবে।”
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা বিধি অনুযায়ী সব সরকারি সুবিধা পাবেন।
এদিকে বদলির এই আদেশে ফায়ার সার্ভিসের বিভাগীয় ও স্থানীয় দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সচেতন মহলের প্রত্যাশা, রদবদলের এ উদ্যোগে ফায়ার সার্ভিসের স্থানীয় প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়বে। এর আগে ১৬ জুলাই বেশ কয়েকটি গণমাধ্যম জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে মাগুরা ফায়ার সার্ভিসের সংবাদ প্রকাশ হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট