1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শার্শায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ডুমুরিয়া উপজেলা শীতার্তদের পাশে প্রশাসন: গভীর রাতে কম্বল নিয়ে দ্বারে দ্বারে ইউএনও বেনাপোলে মিথ্যা ঘোষণার আড়ালে ইলিশ আমদানি জব্দ চালানে পুরোনো চক্র,প্রশ্নের মুখে কাস্টমসের ভেতরের ভূমিকা যশোরে ‘রফিকুর রহমান ও হাসিনা রহমান শিক্ষা’ ভবনের উদ্বোধন অসুস্থ অসহায় তুকাব্বরের পাশে “আমরা সবাই এক” সামাজিক সংঘ্য ঝিকরগাছায় গণ অধিকার পরিষদের সম্মনায়ক কমেটি অনুমোদন যশোর উপশহর ইউনিয়ন বিএনপির আয়োজিত শোক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অসুস্থ অসহায় তুকাব্বরের পাশে “আমরা সবাই এক” পালবাড়িতে বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে চাইনিজ কুড়ালের কোপে অবসরপ্রাপ্ত সেনা সদস্য গুরুতর আহত শার্শায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত

অসুস্থ অসহায় তুকাব্বরের পাশে “আমরা সবাই এক”

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি: একসময় রিকশা চালিয়ে সংসার চালাতেন তুকাব্বর শেখ। স্ত্রী-সন্তান নিয়ে বেশ স্বাচ্ছন্দ্যে কাটতো তার জীবন। কিন্তু ভাগ্যের নির্মমতায় বর্তমানে মানবেতর জীবন কাটাচ্ছেন রিকশাচালক তুকাব্বর। সারা শরীরে ঘা আর ডান পায়ে গ্যাঙরিনে আক্রান্ত দরিদ্র তুকাব্বরকে ছেড়ে গেছেন স্ত্রী, খোঁজ নেয় না সন্তানরাও। দৃষ্টি প্রতিবন্ধী বোন রুপালি খাতুনই এখন তার একমাত্র ভরসা।

যশোর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পাগলদহ বিহারি কলোনির বাসিন্দা তুকাব্বর শেখ। দীর্ঘ ১৫ বছর যাবত বিনা চিকিৎসায় ছটফট করছেন তিনি। ছোট্ট একটি চৌকির ওপর অসাড় হয়ে পড়ে থাকেন। শরীরের ঘা থেকে বের হওয়া উৎকট গন্ধ সেই গন্ধের কারণে আশেপাশের কেউ তার কাছে ভিড়তে চায় না। এমনকি তার এই রোগের কারণে চিকিৎসা পাচ্ছে না কোন চিকিৎসা কেন্দ্রে।

এই পরিবারটি দীর্ঘদিন যাবত অসহায় ও মানবতার জীবনযাপন করছিল। এমন সময় তার পাশে দাঁড়ালেন একটি সামাজিক সংঘ “আমরা সবাই এক”
“আমরা সবাই এক সামাজিক সংঘ” পক্ষ থেকে তুকাব্বর ও তার বোনকে অনাহারের জীবন দশা থেকে বাঁচতে বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র উপহার স্বরূপ দেওয়া হয় কিছুদিন সচ্ছলভাবে চলতে পারে এই অসহায় দরিদ্র পরিবারটি।

“আমরা সবাই এক সামাজিক সংঘের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি মো: মিলন শেখ, আরো উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম সদস্য শাওন রহমান, আজমীর হোসেন, রনজিত কুমার, ইমন শেখ, সুজন গাজী, মোজাম্মেল হোসেন প্রান্ত, নূর আলী শেখ, প্রমুখ।
দীর্ঘদিন অনাহারে ও দরিদ্রতার মাঝে দিন কাটাচ্ছিলেন রূপালী বেগম ও তার আনন্দ প্রকাশ করেন রূপালী বেগম জানান অন্তত দুবেলা দু’মুঠো খেয়ে কিছুদিন আমার ভাই সুস্থ থাকবে। তবে সমাজের বিত্তবান ব্যক্তিত্বরা যদি আমাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে আমার ভাই আবারো সুস্থ হয়ে উঠবে এটাই প্রত্যাশা করে বোন রুপালি।

অন্ধ বোন রুপালি বলেন, ‘আমার ভাই একসময় নিজেই উপার্জন করতো। কিন্তু সারাশরীরে ঘা হওয়ার পর থেকে আর রিকশা চালাতে পারে না। ডান পায়ে গ্যাঙরিন হয়ে পচন ধরেছে। চিকিৎসা করানোর সামর্থ্য আমাদের নেই। লোকের কাছ থেকে চেয়ে-চিন্তে যা পাই, তা দিয়ে তিনবেলার খাবারই জোটে না।’কিভাবে তাকে চিকিৎসা করাবো।

দৃষ্টি প্রতিবন্ধী রুপালি খাতুন আক্ষেপ করে বলেন, ভাইয়ের জন্য সাহায্য চাইতে গেলে অনেকেই বলে, ‘ও আর বাঁচবে কয়দিন! তার থেকে ভালো মাটি চাপা দিয়ে দ্যাও। কথাগুলো বলতে গিয়ে রুপালির চোখ ভিজে আসে। ভাঙাকণ্ঠে রুপালি বলেন, ‘মা এই অসুস্থ ভাইকে আমার জিম্মায় রেখে গেছে। আমি কী করে তারে ফেলায় দেবো!’

একমাস আগেও হেঁটে-চলে বেড়াতেন তুকাব্বর। কিন্তু অটোরিকশা চাপায় পা ভেঙে যাওয়ার পর আরও অসহায় পড়েছেন তিনি।

স্থানীয় বাসিন্দা লাকি বেগম বলেন, ‘পরিবারটিকে দেখার মতো কেউ নেই। অন্ধ বোন তার দেখাশোনা করে। সে নিজেও চলতে পারে না।’ সমাজের বিত্তশালীদের এই পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

স্থানীয় বাসিন্দা হুমায়ূন কবীর বলেন, ‘তুকাব্বর চাচার বর্তমানে চার ভাই ও বোন অন্ধ হয়ে গেছেন। আর তুকাব্বর চাচার এই অবস্থা। আমরা কয়েকজন মাঝে মাঝে কিছু সাহায্য করি, কিন্তু তা যথেষ্ট না। সরকারিভাবে সাহায্য পেলে পরিবারটির জন্য ভালো হবে। দেশের নাগরিক হিসেবে তুকাব্বর চাচারও বেঁচে থাকার অধিকার রয়েছে।’

এদিকে, তুকাব্বর শেখের শারীরিক অবস্থা ও পারিবারিক সমস্যার বিষয়ে চর্মরোগ বিশেষজ্ঞ ডা. গোলাম মোর্তুজা বলেন, ‘রোগটি জেনেটিক কারণে হতে পারে। যেহেতু পারিবারিকভাবে তাদের সমস্যা রয়েছে। তবে পরীক্ষা-নিরীক্ষা ছাড়া রোগের ধরন বলা কঠিন। এমন দরিদ্র পরিবারের সদস্যদের দুরারোগ্য রোগের চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ ব্যবস্থা রয়েছে। সেখানে গেলে ভালো চিকিৎসা পাওয়া সম্ভব।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট