1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন

যশোরে সাংবাদিক সাজুর মাতার ইন্তেকাল  জেইউজের নেতৃবৃন্দের শোক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে
সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য,দৈনিক সমাজের কথার স্টাফ রিপোর্টার এস হাসমী সাজুর মাতা সৈয়দা রওশন আরা হাসমী(৮৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। শনিবার দুপুরে যশোর শহরের উপশহর নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হলে দুপুর ২টা ১৫ মিনিটে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে আনা হয়। এ সময় জরুরি বিভাগে কর্তব্যরত ডা.মোঃ শাকিরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করে বলেন, অনেক বয়স হয়ে গেছে। স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য ও দৈনিক সমাজের কথার স্টাফ রিপোর্টার
সাংবাদিক সৈয়দ হাসমী সাজুর মায়ের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ।এক বিবৃতিতে সংগঠনের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ মরহুমা সৈয়দা রওশনারা হাসমীর বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট