প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ১২:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ৩:৫১ পি.এম
যশোরে সাংবাদিক সাজুর মাতার ইন্তেকাল জেইউজের নেতৃবৃন্দের শোক
সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য,দৈনিক সমাজের কথার স্টাফ রিপোর্টার এস হাসমী সাজুর মাতা সৈয়দা রওশন আরা হাসমী(৮৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। শনিবার দুপুরে যশোর শহরের উপশহর নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হলে দুপুর ২টা ১৫ মিনিটে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে আনা হয়। এ সময় জরুরি বিভাগে কর্তব্যরত ডা.মোঃ শাকিরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করে বলেন, অনেক বয়স হয়ে গেছে। স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য ও দৈনিক সমাজের কথার স্টাফ রিপোর্টার
সাংবাদিক সৈয়দ হাসমী সাজুর মায়ের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ।এক বিবৃতিতে সংগঠনের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ মরহুমা সৈয়দা রওশনারা হাসমীর বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত