1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিকরগাছায় হারপিক খেয়ে গৃহবধূর আত্মহত্যা যশোরে সাংবাদিক পুত্রকে ছুরিকাহত করেছে ছিনতাইকারি বেনাপোলের নিত্য হাটের নিত্য সাজে ফোন ফেয়ার ওয়ানের শুভ উদ্বোধন যশোরে ‘৩৬ জুলাই’ নারী যোদ্ধাদের পুনর্মিলনী অনুষ্ঠিত: ফ্যাসিস্ট রাষ্ট্রব্যবস্থা বদলের আহ্বান বাঘারপাড়ায় ৩০০ গ্রাম গাঁজাসহ এক যুবক আটক যশোরে আপত্তিকর অবস্থায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে হাতেনাতে ধরা পড়লেন বিএনপি নেতা হারুন, পুলিশের হাতে আটক চিত্রা নদী ও বিলগুলোতে মাছের পোনা অবমুক্ত করল ‘মাতৃভূমি’ সামাজিক সংগঠন যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন আটক যশোর শিক্ষা বোর্ডে একাদশে আসন কমেছে ৯৬৫, যুক্ত হলো তিনটি নতুন প্রতিষ্ঠান বিএসপির ২৫০তম সাহিত্য সভা অনুষ্ঠিত

দাবী না মানলে অন্য শিক্ষার্থীদেরও পরীক্ষায় বসতে না দেওয়ার হুমকি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

ভেড়ামারায় ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের দাবীতে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা রাজপথে

মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া : গত বছরও ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সরকারি, বেসরকারি, কিন্ডারগার্টেন স্কুল, এবতেদায়ী শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে এক সাথে। পাশাপাশি বসে। কয়েক দিন আগে কোন কারন ছাড়াই বর্তমান সরকারের শিক্ষা বিভাগ থেকে একটি পরিপত্র জারী করে ৫ম শ্রেনীর বৃত্তি পরীক্ষায় তাদের অংশগ্রহন বন্ধ করে দিয়েছে। এমন হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে ফুসে উঠেছে ৫ম শ্রেনীর মেধাবী শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক সমাজ। গতকাল বুধবার সকালে ভেড়ামারা প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্বারকলিপি পেশ করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এস্যোসিয়েশন।
পূর্বেই ঘোষনা দেওয়া হয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারিকৃত পরিপত্রে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বাদ দেয়ার প্রতিবাদে মানবনধন অনুষ্ঠিত হবে। বৃত্তি বঞ্চিত শিক্ষার্থী এবং অভিভাবকদের মানববন্ধনে অংশগ্রহনের জন্য বলা হয়। সকাল ১০ টার আগেই ভেড়ামারা প্রেসক্লাবের সামনে থেকে আশেপাশের সড়ক গুলোতে কয়েক হাজার শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষকরা অবস্থান নেয়। তাদের হাতে ফেসটুন, প্লকার্ড শোভা পাচ্ছিল। বিভিন্ন বিদ্যালয় তাদের ব্যানার নিয়ে মানববন্ধনে যোগ দেয়। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এস্যোসিয়েশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের শিক্ষা সচিব ও ভেড়ামারার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলহেরা মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আলহাজ¦ হাসানুজ্জামান খসরু।
ভেড়ামারা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি রোকনুজ্জামান’র সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক প্রতিভা মডেল একাডেমী স্কুলের প্রধান শিক্ষক ফিরোজ মাহমুদের সার্বিক তত্বাবধায়নে অনুষ্টিত মানববন্ধনে বক্তব্য রাখেন, অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক আসাদুজ্জামান জুয়েল, গোল্ডেন ষ্টার চাইল্ড হোম’র প্রধান শিক্ষক শাহিনা ইয়াসমিন ইলা সহ ভেড়ামারার প্রায় ৫০টি কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ।
মানবন্ধনে, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যক্ষ হাসানুজ্জামান খসরু হুশিয়ারী উচ্চারন করে বলেন, অবিলম্বে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারিকৃত পরিপত্র বাতিল করা না হলে বৃহত্তর গনআন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন। ভেড়ামারা উপজেলা কিন্ডারগার্টেন এস্যোসিয়েশনের সাধারন সম্পাদক ফিরোজ মাহমুদ সরকারে লুকিয়ে থাকা ফ্যাসিষ্ট সচিবদের হুশিয়ারী দিয়ে বলেন, বর্তমান সরকার কে বিবৃত করতেই পরিকল্পিত ভাবে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক, শিক্ষার্থীদের সরকারের বিরুদ্ধে মুখোমুখি করে দেওয়া হয়েছে। আমাদের শিক্ষার্থীরা ৫ম শ্রেনীর বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করতে না পারলে , সরকারী বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও বৃত্তি পরীক্ষায় অংশ নিতে দেবো না। পরে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের নিকটে স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।
অথচ সকল ক্যাটাগরির ছাত্রই সরকার নির্ধারিত সরকারি বোর্ড বই পড়ে এবং সরকারের বেঁধে দেওয়া সকল নিয়ম-কানুনের মাধ্যমে লেখাপড়া করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট