মাগুরা শালিখা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের মধুখালি দক্ষিণ পাড়া জামে মসজিদের উন্নয়ন মুলক কাজে উপদেষ্টা মহদয় কর্তৃক বরাদ্দকৃত ২ লাখ টাকা অনুদান প্রদানে বাধা দিয়েছে স্থানীয় কুচক্রী মহলের বেশ কয়েকজন লোকজন।
স্থানীয় সূত্রে জানা যায় মধুখালী দক্ষিণ পাড়া জামে মসজিদের প্রায় জন্মলগ্ন থেকেই দীর্ঘদিন যাবত মসজিদের বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করে আসছেন মোঃ বাবর আলীর সভাপতিত্বে মসজিদের সাধারন সম্পাদক মোঃ মহর আলী। কিন্তু এই কুচক্রী মহল যখন দেখে উপদেষ্টা মহদয়ের একান্ত সচিব মোয়াজ্জেম হোসেনের সহযোগিতায় এই অনুদান চলে আসতেছে, তখন এরা নিজেদের কর্তৃত্ব ফলানোর জন্য, মোঃ সেলিম মন্ডল, মোঃ আবু হানিফ, মোঃ হাফিজার রহমান ও মোঃ মুঞ্জুর আলি, এই চার সদস্যের একটা নতুন কমিটি গঠন করে মুঞ্জুর আলিকে সভাপতি ও আবু হানিফ কে সম্পাদক ও ডাচ বাংলা ব্যাংক এ একাউন্ট করে মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বরাবর অনুদান প্রদান বন্ধ করার জন্য দরখাস্ত দেন।
তথ্য সুত্রে জানা যায় মসজিদটির জায়গা ও জমি সভাপতি মোঃ বাবর আলী দের, মোঃ বাবর আলী বলেন এতদিন ধরে তারা মসজিদের রক্ষণাবেক্ষণ করে আসছি এখন কেন আমরা অনুদানের টাকা লোপাটের চিন্তা মাথায় নিবো। তবে পূর্বের কমিটি ও স্থানীয়দের মতে যেহেতু এটা আল্লাহর ঘর মসজিদ সেহেতু এখানে ক্ষমতার লোভে উন্নয়ন মুলক কাজে বাধা না দেওয়াই উচিত হবে।