1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদারের বদলি শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযানে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিল উদ্ধার স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ঝিনাইদহে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা যশোরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধার, নারী গ্রেফতার যশোরে তৃতীয় বর্ষে রূপান্তর প্রতিদিন তৃতীয় বর্ষের পদার্পন যশোর অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় চিকিৎসক নিহত ভাড়ার টাকা না দেয়ায় অ্যাড. জনির  বিরুদ্ধে সমিতিতে অভিযোগ, শো-কজ যশোর-২ আসনে জামায়াতের মোসলেহ উদ্দিন ফরিদ প্রার্থী চট্টগ্রামের যুবককে যশোর এনে মারপিট ও কীটনাশক খাওয়ায়ে হত্যা চেষ্টার অভিযোগে স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

মাগুরায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও শহীদ পরিবারের স্মৃতি চারণ

নিজস্ব প্রতিবেদক ফারুক আহমেদ (মাগুরা)
  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

ফারুক আহমেদ, মাগুরা : মাগুরায় “জুলাই শহিদ দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও শহীদ পরিবারদের নিয়ে স্মৃতি চারণ অনুষ্ঠিত হয়। বুধবার ১৬ জুলাই বেলা ১১ টার সময় ২০২৫ সদর উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে মাগুরা সদর উপজেলা প্রশাসন এর আয়োজনে মাগুরা সদরের শহীদ ৪ পরিবার নিয়ে আলোচনা সভা করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান। আলোচনা সভার শুরুতে শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও সম্মানের জন্য দাড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। উপস্থাপনা করেন মাগুরা সদর উপজেলা সমবায় অফিসার বিরাজ মোহন কুন্ডু।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। শহীদ ৪ পরিবারের স্মৃতি চারণ বক্তব্য শোনেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম ও অন্যান্য দপ্তরের অফিসার বৃন্দগণ।

স্মৃতি চারণ বক্তব্য রাখেন জগদল ইউনিয়নের আজমপুর মোল্লা পাড়া গ্রামের শহীদ রাজু আহমেদ (২৬) মা নাসিমা খাতুন, মাগুরা পৌরসভার বরুনাতৈল গ্রামের শহীদ মেহেদী হাসান রাব্বী (৩৪) মা সালেহা ও স্ত্রী রুমি খাতুন, বরুনাতৈল গ্রামের শহীদ আলামিন হোসেন (৪২) আব্বা মোঃ আবু আলেক বিশ্বাস ও হাজীপুর ইউনিয়নের আলাইপুর গ্রামের শহীদ মিঠু বিশ্বাস মারুফ (১৭) মা খাদিজা খাতুন। বক্তারা জানান শহীদ রাজু আহমেদ শহীদ হয়ে ছিলো চান মিয়া হাউজিং গেট বাঁশবাড়ি সড়ক মহম্মদপুর ঢাকা, শহীদ মেহেদী হাসান রাব্বী পারনান্দুয়ালি ব্রীজ সংলগ্ন ঢাকা রোড মাগুরা, শহীদ মিঠু বিশ্বাস মারুফ সাভার থানার সামনে ঢাকা ও শহীদ আলামিন হোসেন সাভার বাসস্ট্যান্ড ঢাকা তে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।

মাগুরা জেলা ছাত্র সমন্বয়ক আহ্বায়ক ইঞ্জিনিয়ার সেলিম বক্তব্য বলেন, গত বছর ২০২৪ সালের জুলাই মাসের প্রথমে আমরা আন্দোলন করি মাগুরা পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামের ছোট ব্রীজ নামক স্থানে। তখন আমাদের ছাত্রদের আক্রমণ ও মারধর করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করা হয়েছিলো। আলোচনা সভায় প্রধান অতিথি মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন, জুলাই মাসের মধ্যে মাগুরা সদর উপজেলার ৪ শহীদ পরিবার সহ শ্রীপুর ও মহম্মদপুর উপজেলার ১০ জন জুলাই যোদ্ধায় নিহতদের কবর সরকারি ভাবে পাকাকরণ করা হবে এবং সরকার এই ১০ জন পরিবারের দিকে সবসময় সরকারি ভাবে সাহায্য ও সহযোগিতা পাবে।

শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন মাগুরা সদর উপজেলা পরিষদ জামে মসজিদ ইমাম মাওলানা মোঃ আব্দুল ফাত্তাহ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট