1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ৫ মামলার ওয়ারেন্টভুক্ত ‘জাদুকর’ শাহাবুদ্দিন গ্রেফতার যশোরে ‘শিশু-মননে জুলাই বিপ্লব’ শিরোনামে চিত্র প্রদর্শনীর উদ্বোধন,প্রাচ্য গ্যালারিতে ১০ দিনব্যাপী আয়োজন বেনাপোলে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার যশোরে ডাকাতির প্রস্তুতিকালে ফেলে যাওয়া ট্রাকের সূত্র ধরে ডিবির জালে সংঘবদ্ধ চক্রের তিন সদস্য রাজবাড়ী ও সাভার থেকে গ্রেফতার যশোরে আমিনা কেরামত আলী বিশ্বাস ড্রীম স্কুল অন্ড কলেজে ১৫০ শিক্ষার্থী পেল নতুন স্কুল ড্রেজ যশোরে “বিবেক” স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার নতুন কমিটি গঠিত কেশবপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত মঞ্চ সঞ্চালনায়, জুলাই পুনর্জাগরণে সমাজগঠণে লাখো কণ্ঠে শপথ পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান যশোরের বহিষ্কৃত যুবদল নেতা বিতর্কিত জনি ডিবির জলে ধরা আগামী ২০ আগস্ট দেশে পবিত্র আখেরী চাহার সোম্বা পালিত হবে

সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে পরাজিত বাংলাদেশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

খেলাধুলা ডেস্ক : সিঙ্গাপুরের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত ২০২৬ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ২-১ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। সিঙ্গাপুরের হয়ে গোল দুটি করেছেন মিডফিল্ডার সং উয়ং ও ফরোয়ার্ড ইকশান ফান্ডি দুই গোল করেছেন। বাংলাদেশের এক গোল পরিশোধ করেছেন রাকিব হোসেন।

ম্যাচের শেষভাগে বাংলাদেশ বেশ কয়েকটি কর্ণার পেয়েও ম্যাচে ফিরে আসতে পারেনি। ইনজুরি টাইমের শেষ মিনিটে কর্ণার থেকে মোরসালিনের ক্রসে তারিক কাজির হেড অল্পের জন্য ক্রসবার দিয়ে বাইরে চলে যায়। আর এতেই ম্যাচের শেষ বাঁশি বাজে। শেষ পর্যন্ত পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে স্বাগতিকদের।

এই জয়ে চার পয়েন্ট নিয়ে বাছাইপর্বে সি-গ্রুপের টেবিলের শীর্ষে থাকলো সিঙ্গাপুর। হংকং আজ ভারতকে ১-০ গোলে পরাজিত করে দুই ম্যাচে সিঙ্গাপুরের সমান চার পয়েন্ট অর্জণ করেছে।

এর আগে ৮ মিনিটে ম্যাচের প্রথম সুযোগটি হাতছাড়া করে সিঙ্গাপুর। বামদিক থেকে হ্যারিস স্টুয়ার্টের লম্বা থ্রোতে জর্ডান এমাভিউর হেডে সং উয়ং ফাঁকা পোস্টে বল জালে জড়াতে ব্যর্থ হয়। ১৫ মিনিটে শাকিলের ক্রসে রাকিব পা ছোঁয়াতে ব্যর্থ হন।

৩০ মিনিটে ইকশান ফান্ডির শট এক হাতে রুখে দেন গোলরক্ষক মিতুল মার্মা।

৩১ মিনিটে তিন ডিফেন্ডারের মাঝ দিয়ে শামিতের দুর্দান্ত পাসে রাকিব গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন।

৩৩ মিনিটে মধ্যমাঠ থেকে এগিয়ে যাওয়া ফাহমিদুলকে পিছন থেকে ধাক্কা দিয়ে হলুদ কার্ড পান ডিফেন্ডার রায়হান। হামজার ফ্রি-কিক অল্পের জন্য ক্রসবার দিয়ে বাইরে চলে যায়। ৩৯ মিনিটে আবারো শমিতের পাসে ফাহমিদুল দুজন ডিফেন্ডারের মাঝ দিয়ে শট নিতে ব্যর্থ হন।

৪৫ মিনিটে হ্যারিস স্টুয়ার্টের লম্বা থ্রো থেকে হারিস হারুনে শটে মিতুল ফিস্ট করলে সেই বল আবারো পেয়ে যায় হ্যারিস। তার ক্রসেই সংয়ের ডান পায়ের ভলিতে এগিয়ে যায় সিঙ্গাপুর।

এক গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধের ইনজুরি টাইমে ম্যাচের প্রথম কর্ণার পেয়েছিল বাংলাদেশ। শমিত সোমের কর্ণার থেকে তপু বর্মনের হেডে আবারো কর্ণার পায় স্বাগতিকরা। কিন্তু শেষ পর্যন্ত কর্ণারের সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।

বিরতির পর তারিক কাজিম শাহর জায়গায় মাঠে নামেন শাহরিয়ার ইমন। ৫৯ মিনিটে হামি সাইহানের শট মিতুল মার্মা রুখে দিলে ফিরতি বলে ফান্ডি গোল করে ব্যবধান দ্বিগুন করেন।

৬৬ মিনিটে হামজার থ্রুতে রাকিব এক গোল পরিশোধ করলে বাংলাদেশ লড়াইয়ে ইঙ্গিত দেয়। রাকিবের গোলে স্টেডিয়াম ভর্তি ২১ হাজার দর্শক উল্লাসে ফেটে পড়ে।

ম্যাচে ফিরে আসার লক্ষ্যে ৭৩ মিনিটে জোড়া পরিবর্তণ করে বাংলাদেশ। হৃদয়ের স্থানে আলআমিন ও শাকিলের জায়গায় মোরসালিনকে নামানো হয়। শেষ ২০ মিনিটে অনেকটাই একপেশে ম্যাচ খেলে সিঙ্গাপুরের রক্ষনভাগ ব্যস্ত করে তুললেও কাঙ্খিত গোলের দেখা পায়নি বাংলাদেশ।

আজকের ম্যাচে বাংলাদেশ একাদশে জায়গা করে নিয়েছেন কানাডার ক্লাব ক্যাভালরি এফসির মিডফিল্ডার শমিত সোম। মূল দল থেকে বাদ পড়েছেন নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া।

ভুটানের বিপক্ষে আগের প্রীতি ম্যাচের দল থেকে জামাল ছাড়াও আরো বাদ পড়েছেন সোহেল রানা ও তাজউদ্দিন। শমিত ছাড়াও দলে জায়গা করে নিয়েছেন মো: হৃদয় ও শাকিল আহাদ তপু।

দুই দলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল। কারণ এই ম্যাচের আগে গ্রুপ ‘সি’-তে থাকা ভারত, হংকং, সিঙ্গাপুর ও বাংলাদেশ এই চার দলেরই সংগ্রহ ছিল সমান ১ পয়েন্ট করে। ঘরের মাঠে এই ম্যাচে জয়ী হয়ে বাংলাদেশের সামনে সুযোগ ছিল টেবিলের শীর্ষে ওঠার।

আন্তর্জাতিক পর্যায়ে এনিয়ে তিনবার সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যার মধ্যে তিনবারই জয়ী হয়েছে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা সিঙ্গাপুর। মাঠের লড়াইয়ে বাংলাদেশ জয়হীনই থাকলো। তবে সাম্প্রতিক ফর্মে  হামজা শমিত, ফাহমিদুলদেও নিয়ে গড়া বাংলাদেশকে নিয়ে প্রত্যাশার মাত্রাটা একটু বেশী ছিল। যা পূরণ হয়নি ঠিকই, কিন্তু স্টেডিয়াম ভর্তি দর্শকের উপস্থিতি, পাশাপাশি নতুন চেহারার দল, সব মিলিয়ে বাংলাদেশের ফুটবলের নতুনভাবে শুরুর আশা করাই যায়। প্রয়োজন শুধু মাঠের সাফল্য। আন্তর্জাতিক পর্যায়ে সঠিক সময়ে একটি জয়ই এদেশের ফুটবলকে এগিয়ে নিতে পারে অনেকদুর।

বাংলাদেশ একাদশ :

মিতুল মারমা (গোলরক্ষক), তপু বর্মন, শমিত সোম, হামজা চৌধুরী, রাকিব হোসেন, তারিক কাজি, ফাহমিদুল ইসলাম, সৈয়দ শাহ কাজিম, শাকিল আহাদ তপু, মো: সাদউদ্দিন, মো: হৃদয়

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট