
ঢাকা অফিস : তার ব্যক্তিগত চিকিৎসকদের অন্যতম এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে এক সংবাদ সম্মেলনে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ এ তথ্য জানান তিনি।
এদিকে দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এদিন ঢাকার এভারকেয়ার হাসপাতালে গিয়ে অসুস্থ মাকে দেখে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাতে তিনি এভারকেয়ার হাসপাতালে পৌঁছান বলে জানিয়েছেন মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। হাসপাতালে কিছু সময় কাটানোর পর গুলশানের বাসায় ফেরেন তিনি।
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর দীর্ঘ নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফেরেন তারেক রহমান।