
যশোর অফিস: যশোরের মনিহার এলাকা থেকে ৪ লাখ ২৯ হাজার ৬০০ টাকা মূল্যের জাল টাকা এবং জাল টাকা তৈরির সরঞ্জামাদি সহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৬, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল।
বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে র্যাব-৬ জানতে পারে—মনিহার সিনেমা হলের পাশে একটি চায়ের দোকানে কয়েকজন ব্যক্তি জাল টাকা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে বিকেল ৪টা ১০ মিনিটে সেখানে অভিযান চালিয়ে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার গণেশপুর গ্রামের ইব্রাহিম গাজী (১৯) কে গ্রেফতার করা হয়। তার নিকট থেকে ৯০ হাজার টাকা জাল নোট উদ্ধার করা হয়।
গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে ইব্রাহিম জানায়, তার বাড়িতে আরও জাল টাকা এবং জাল টাকা তৈরির সরঞ্জাম রয়েছে। তার স্বীকারোক্তির ভিত্তিতে একই দিন রাত ৭টা ২০ মিনিটে র্যাবের আরেকটি দল গণেশপুর এলাকায় তার বসতবাড়িতে অভিযান চালায়। সেখানে কম্পিউটার, মনিটর, কালার প্রিন্টারসহ জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং ৩ লাখ ৩৯ হাজার ৬০০ টাকার জাল নোট জব্দ করা হয়।
মোট ৪ লাখ ২৯ হাজার ৬০০ টাকার জাল টাকা উদ্ধার করা হয়েছে বলে র্যাব নিশ্চিত করেছে।
গ্রেফতার ইব্রাহিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।