
আরশাদুল ইসলাম ঝন্টু কেশবপুর যশোর প্রতিনিধিঃ
যশোরের কেশবপুর পৌর রোডে প্যারামাউণ্ড ক্যাডেট কোচিং সেন্টারের দুই তলায় হলরুমে শুক্রবার (২৪/১০/২৫) কেশবপুর অবসরপ্রাপ্ত সশস্ত্র কল্যান সোসাইটির মার্সিক মিটিং অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর (অবঃ) মোঃ সাইদুর রহমান পিএসসি জি উপদেষ্টা কেশবপুর অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি, সভাপতিত্ব করেন ওয়াঃঅফিসার (অবঃ) মোঃ আরশাদুল ইসলাম ঝন্টু, অনুষ্ঠানটি পরিচালনা করেন সার্জেন্ট (অবঃ) মোঃ আব্দুল জলিল, উপদেষ্টা সিনিয়র ওয়াঃঅফিসার(অবঃ) মোঃ হায়দার, উপদেষ্টা সিনিয়র ওয়াঃঅফিসার মোঃ মাহাবুবুর রহমান,(অবঃ) সহসভাপতি ওয়াঃঅফিসার মোঃইব্রাহিম হোসেন,(অবঃ) উপদেষ্টা সিনিয়র ওয়াঃঅফিসার (অবঃ)মোঃ মোজাম্মেল হোসেন, যুগ্ন সম্পাদক সার্জেন্ট (আবঃ) মোঃ রুহুল কুদ্দুস
সাংগঠনিক সম্পাদক সার্জেন্টঃ(অবঃ)মোঃ আব্দুল আহাদআলী, যুগ্ম সাধারন সম্পাদক কর্পোঃ(অবঃ)শহিদুল ইসলাম, সার্জেন্টঃ(অবঃ) আব্দুল খালেক, অর্থসম্পাদক কর্পোঃ(অবঃ)ইসমাইল হোসেন, সহঅর্থ সম্পাদক
রুহুল আমিন, সার্জেন্টঃ(অবঃ) ছরোয়ার, সার্জেন্ট সার্জেন্ট (অবঃ)সিরাজুল ইসলাম, কর্পোরাল (অবঃ)ইব্রাহিম হোসেন, কর্পোরাল (অবঃ)নজরুল ইসলাম কর্পোরাল(অবঃ) সবুর, সার্জেন্ট(অবঃ) আসাদুজ্জামান কর্পোঃ(অবঃ) হুমায়ুন সার্জেন্টঃ(অবঃ) মকবুল হোসেন কপোঃ (অবঃ)মোঃ আমিনুল ইসলাম,সার্জেন্ট(অবঃ)আব্দুল মান্নান, কর্পোঃ(অবঃ)খালেক,কর্পোঃ(অবঃ)ওয়ালিদ,কর্পোঃ(অবঃ) শাহাজান,সার্জেন্ট (অবঃ) মোঃ মিজানুর রহমান কর্পোরাল মোঃ আমিনুল ইসলাম, সার্জেন্ট (অবঃ) আতিয়ার রহমান সার্জেন (অবঃ) মোঃসিরাজুল ইসলাম, সার্জেন্ট (অবঃ) রবিউল ইসলাম সার্জেন্ট (অবঃ) আব্দুল মান্নান কর্পো (অবঃ) মো ইব্রাহিম হোসেন,কর্পোঃ (অবঃ) মাহাবুর রহমান, সার্জেন্ট (অবঃ) সরোয়ার হোসেন, এছাড়া আরো অনেক সদস্য উপস্থিত ছিলেন, সর্বমোট ৫৫ জন সেনা,বিমান,নৌ বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন মার্সিক মিটিং বিকাল ৩৩৫ ঘটিকায় শুরু হয়ে রাত ৭২৫ ঘটিকায় সভাপতির সমাপনী বক্তব্যে শেষ হয় এখানে সেনা, নৌ ও বিমানবাহিনীর (অবঃ) সদস্যদের কল্যানে কি কাজ করলে উপকারে আসবে তাহানিয়ে আলোচনা করা হয় এছাড়াও রাজনৈতিক বিষয়ে কোন আলোচনা করা যাবে না বলে সকলে মতামত দেন।
এছাড়াও প্রিন্ট মিডিয়া, সাংবাদিক, এ গর্নমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।