শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা: খুলনার ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ময়না বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯ টায় ডুমুরিয়া উপজেলার নতুন রাস্তার মোল্লা বাড়ির সামনে এ ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে অ্যাম্বুলেন্স চালক পলাতক রয়েছে।
মৃত ময়না সাতক্ষীরা জেলার মৌতলা গ্রামের বাসিন্দা আরিফ মোল্লার স্ত্রী।
আহত মোঃ আশরাফুল মোল্লা (৫২)
আহত হলেন টিপনা গ্রামে আজিত মোল্লার স্ত্রী বিলকিস বেগম (৪০) টিপনা গ্রামে যাহাবাক্সের মেয়ে মর্জিনা বেগম (৫০) নজিম গাজীর স্ত্রী হাসিনা বেগম (৪৫) ও আনার গাজী স্ত্রী লাভলি বেগম (৪০) এদেরকে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিলকিসের দুই পা ভেঙে যাওয়ার কারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়েছেন। এদিকে পুলিশ ও স্থানীয়রা জানায়, সাতক্ষীরা মৌতলার বাসিন্দা আরিফ মোল্লার পিঠের টিউমার অপারেশন করার জন্য সকালে একটি অ্যাম্বুলেন্সযোগে বাড়ি থেকে খুলনার উদ্দেশ্যে রওনা হয়। সকাল সাড়ে ৯ টার দিকে ডুমুরিয়া উপজেলার নতুন রাস্তায় পৌঁছালে অ্যাম্বুলেন্সটির চালক ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায়। অ্যাম্বুলেন্সে থাকা চার জনের তিনজন সুস্থ থাকলেও আরিফ মোল্লার স্ত্রী ময়নার ঘটনাস্থলে মৃত্যু হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। ঘটনা স্থল তার মৃত্যু হয়। ডুমুরি হাসপাতালে নিয়ে গেলে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।