
নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলার ৪নং নওপাড়া ইউনিয়নের মধুগ্রাম এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর বিশেষ অভিযানে ৫ টি বিদেশি অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) রাত আনুমানিক ৩:৫০ মিনিটে পরিচালিত এ অভিযানে পাঁচটি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি ও প্রায় সাড়ে ৪ কেজি গাঁজা জব্দ করা হয়।
ডিবির এসআই মো. কামাল হোসেনের নেতৃত্বে এসআই বাবলা ও এএসআই নির্মল দাসের সমন্বয়ে গঠিত একটি দল অভিযানে অংশ নেয়।
অভিযানে লিটন গাজীর নিজঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার শয়নকক্ষের কায়দায় লুকানো স্থান থেকে অস্ত্র ও মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আসামি লিটন গাজী (৩৮) মধুগ্রাম গ্রামের নূর ইসলাম গাজী মাতা রহিমা বেগমের ছেলে। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ডিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রগুলো কোথা থেকে আনা হয়েছে এবং এগুলোর সঙ্গে অন্য কোনো চক্র জড়িত আছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।