
নিজস্ব প্রতিবেদক ঃ”দেশীয় জাত,আধুনিক প্রযুক্তিঃ প্রাণিসম্পদে হবে উন্নতি”এ স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় ঝিকরগাছা উপজেলায় উদ্বোধন করা হলো জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলা ২০২৫ । ২৬ নভেম্বর বুধবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ঝিকরগাছার আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার মোঃ আব্দুর রহমানের সঞ্চালনায় ও স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে হাসপাতাল চত্বরে বেলুন ও কবুতর উড়িয়ে এ উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
ঝিকরগাছা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মাসুমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব), সহকারি কমিশনার( ভূমি)ও পৌর প্রশাসক নাভিদ সারওয়ার।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্রী আঁখি খাতুন। এছাড়া খামারিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বারবাকপুর ডেইরি পিজি’র স্বত্বাধিকারী খামারী আনোয়ার হোসেন, কানাইরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া খানম।
এসময় উপস্থিত ছিলেন কৃষি অফিসার কৃষিবিদ নুরুল ইসলাম ,মাধ্যমিক শিক্ষা অফিসার সুলতান মাহমুদ ,প্রাথমিক শিক্ষা অফিসার ওয়ালীয়ার রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জল হোসেন, এলজিইডি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম মোল্লা ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে বর্ণাঢ্য র্যালি শেষে প্রধান অতিথি প্রদর্শনীতে আগত খামারীদের ২৫টি স্টল ঘুরে ঘুরে দেখেন।অনুষ্ঠানে বড় প্রাণী,ছোট প্রাণী, পোষা প্রাণী,প্রাণিসম্পদ প্রযুক্তি ও বিশেষ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ খামারি নির্বাচিত করা হয়। সপ্তাহব্যাপী এ অনুষ্ঠানের শেষ পর্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ সকল শ্রেষ্ঠ খামারিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মাসুমা আক্তার।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান গন,ঝিকরগাছা প্রাণিসম্পদ কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ, ঝিকরগাছা জাগরণী সংসদের সদস্য সচিব সোহেল হাওলাদার,অংশগ্রহণকারী খামারী গন, উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত দর্শনার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Like this:
Like Loading...