
যশোর অফিস: যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে রেক্টিফাইড স্পিরিট ও গাঁজাসহ ৩ জন মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে সাজাও প্রদান করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) দিনব্যাপী জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কোতয়ালী মডেল থানাধীন কুয়াদা বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ মোঃ আছলাম আলী (৫৫) কে আটক করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে তার বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
দ্বিতীয় অভিযানে দুপুর ১টা ৩০ মিনিটে কোতয়ালী থানাধীন গরীবশাহ মাজার এলাকায় ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ মাজেদুর রহমান (৪০) কে আটক করা হয়। পরে উপপরিদর্শক মোছাঃ রাফিজা খাতুনের প্রসিকিউশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসিফ উদ্দীন মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
একই এলাকায় দুপুর ১টা ৪৫ মিনিটে আরও এক পৃথক অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ জাহাঙ্গীর নানক (৫০) কে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরবর্তীতে উপপরিদর্শক মদন মোহন সাহার প্রসিকিউশনে মোবাইল কোর্ট তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণ করে।