
যশোর অফিস : বেনাপোলে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি পিস, ঔষধ, মোটরসাইকেলের টায়ার ও বিভিন্ন কসমেটিকস সামগ্রীসহ একটি কার্গো ট্রাক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুইজনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।
বিজিবি জানায় ,গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকীর নির্দেশনায় বেনাপোল বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। এসময় বেনাপোল ভবেরবেড় ট্রাক টার্মিনালের সামনে থেকে মাগুরা কার্গো সার্ভিসের একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৭৫৬৬) আটক করে তল্লাশি করা হয়।
পরে ট্রাকটি বেনাপোল বিওপিতে নিয়ে তল্লাশি চালিয়ে ১ হাজার ৪৭৬টি শাড়ি, ২১৫টি থ্রি পিস, ২টি মোটরসাইকেলের টায়ার, ১০ হাজার ৬৯৩ পিস ঔষধ এবং ৭৪ হাজার ৪৫৫টি কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় কার্গো ট্রাকসহ এসব পণ্য জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২ কোটি ৫৫ লাখ ৬১ হাজার ৯৩০ টাকা।
অভিযানে আটককৃতরা হলেন মাগুরা জেলার হাজি রোড কলেজ পাড়া গ্রামের নাদের মোল্লার ছেলে আব্দুল মালেক (৪৬), একই জেলার শিবরামপুর গ্রামের প্রশান্ত কর্মকারের ছেলে অন্তর কর্মকার (২৯)।
জিজ্ঞাসাবাদে তারা জানায়,বেনাপোলের নামাজগ্রামের বাসিন্দা বিল্লালের কাছ থেকে ২০ হাজার টাকার চুক্তিতে মালামালগুলো ঢাকা মিরপুরে পৌঁছে দেওয়ার চেষ্টা করছিল।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে মালামালসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারত থেকে বাংলাদেশে শাড়ি, থ্রি পিস, ঔষধ ও কসমেটিকস পাচার বেড়ে গেছে। এ ধরনের চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
Like this:
Like Loading...