মো:আজিজুর বিশ্বাস,লোহাগড়া নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের উলা গ্রামে দীর্ঘদিনের দ্বন্দ্ব ও সংঘাত ভুলে শান্তি,পারস্পরিক সম্প্রীতি ও গড়ার লক্ষ্যে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সমাবেশে বিবাদমান দুটি পক্ষের মাতুব্বরসহ তাদের সমর্থক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং লোহাগড়া থানা পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
রবিবার (৭ সেপ্টেম্বর) বিকালে উলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু’র সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শরিফুল ইসলাম।
এ সময় থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায়,নড়াইল পৌর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক শ, ম জামসেদ আহম্মেদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম ফেরদৌস রহমান, কাজী মুরাদ হোসেন, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, সিনিয়র সহ-সভাপতি মোল্যা নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু, পৌর বিএনপির দপ্তর সম্পাদক পলাশ খান, লোহাগড়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খান মাহমুদ আলম, লোহাগড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইদ আলম শিপলু, সদস্য সচিব মোঃ ফিরোজ আহম্মেদ, লোহাগড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা লাক্সমি,লোহাগড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কাশীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নায়েব আলী,কুবাদ খান, হোসেন, শ্রমিক দলের আহবায়ক আক্তার হোসেন মোল্লা, এবং উপজেলা জামায়াতের আমীর হাদিউজ্জামান উপস্থিত ছিলেন।
শান্তি সমাবেশ শেষে দুপক্ষের মাতুব্বরা প্রকাশ্যে গ্রামে বিরাজমান দীর্ঘদিনের দ্বন্দ্ব-সংঘাত ভুলে শান্তিপূর্ণ ভাবে গ্রামে,বসবাস করবে এবং আদালতে চলমান মামলা-মোকদ্দমা স্ব-উদ্যোগে প্রত্যাহার করে নিবেন-এই মর্মে অঙ্গীকার ব্যক্ত করেন।