আরশাদুল ইসলাম স্টাফ রিপোর্টার, কেশবপুর যশোরঃ যশোরের কেশবপুরে একই বাড়ির সকল সদস্যকে অচেতন করে নগদ অর্থ ও স্বর্ণালংকার সহ বাড়ির সর্বস্ব লুটের ঘটনা ঘটেছে। বাড়ির সবাইকে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকার লোকজনের কাছ থেকে জানা গেছে, রবিবার গভীর রাতে কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ভালুকঘর গ্ৰামের পশ্চিম -উত্তর পাড়ার মৃত মোদাচ্ছের মোল্লার ছেলে মহাসিন মোল্লার বাড়িতে অজ্ঞান পার্টির সদস্যরা হানা দেয়। এ সময় বাড়ির সকল সদস্যকে অজ্ঞান করে গচ্ছিত টাকা, স্বর্ণালংকার ও দামি আসবাবপত্র লুট করে নিয়ে যায়। সকালে প্রতিবেশীরা তাদের বাড়িতে গিয়ে দেখে মহাসীন মোল্লা(৪২ )স্ত্রী রাবেয়া খাতুন (৩৬) ও মেয়ে তানিশা (৮) ঘরের মধ্যে অজ্ঞান/অচেতন অবস্থায় পড়ে আছে । পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে কেশবপুর সরকারি হাসপাতালে ভর্তি করে।
প্রতিবেশি জিএম সাখাওত হোসেন জানান মহসিন ভাল্লুক ঘর বালিকা বিদ্যালয়ে দপ্তরির চাকুরী করে। তাকে কে বা কারা বাড়িতে তরকারি রান্না ছিল সেই রান্না তরকারি তে মেডিসিন মিশিয়ে দিয়েছে, সেই তরকারি খাওয়ার পরে সকলে অচেতন হয়ে যায়, আর সেই সুযোগে তারা সমস্ত লুট করে নিয়ে যায়।