1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদারের বদলি শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযানে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিল উদ্ধার স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ঝিনাইদহে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা যশোরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধার, নারী গ্রেফতার যশোরে তৃতীয় বর্ষে রূপান্তর প্রতিদিন তৃতীয় বর্ষের পদার্পন যশোর অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় চিকিৎসক নিহত ভাড়ার টাকা না দেয়ায় অ্যাড. জনির  বিরুদ্ধে সমিতিতে অভিযোগ, শো-কজ যশোর-২ আসনে জামায়াতের মোসলেহ উদ্দিন ফরিদ প্রার্থী চট্টগ্রামের যুবককে যশোর এনে মারপিট ও কীটনাশক খাওয়ায়ে হত্যা চেষ্টার অভিযোগে স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের মেডিকেল কর্নারে ওষুধ সরবরাহ ছাত্রদলের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের মেডিকেল কর্নারে ওষুধ সরবরাহ করেছে ছাত্রদল। রোববার দুপুরে কলেজ কর্নারটির দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসারের কাছে ওষুধ হস্তান্তর করা হয়।
এদিন মেডিকেল অফিসার ডা. নাসরিন আক্তারের হাতে এসব ওষুধ তুলে দেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম বিল্টু। এ সময় উপস্থিত ছিলেন- কলেজ ছাত্রদলের আহ্বায়ক শেখ হাসান ইমাম, সদস্য সচিব কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক টিটোন তরফদার, গোলাম সরোয়ার, কলেজ ছাত্রদলের নেতা সোহানুর রহমান, মেহেদী হাসান প্রমুখ।
ওষুধ হস্তান্তর শেষে কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম বিল্টু বলেন, ছাত্রদল সব সময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে। আমরা কিছুদিন আগে জানতে পারি যে, কলেজের মেডিকেল কর্নারে পর্যাপ্ত ওষুধ নেই। শিক্ষার্থীরা যাতে সমস্যায় না পড়ে, সেজন্যই আমরা এই উদ্যোগ নিয়েছি। শুধু আজ নয়, ভবিষ্যতেও শিক্ষার্থীদের স্বার্থে এমন কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাবো।
তিনি আরো বলেন, শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ। তাদের পড়াশোনার পাশাপাশি শারীরিক সুস্থতা জরুরি। ছাত্রদল বিশ্বাস করে, সেবামূলক কাজের মাধ্যমেই শিক্ষার্থীদের আস্থা ও ভালোবাসা অর্জন করা যায়। আমরা চাই, শিক্ষার্থীরা সুস্থ থেকে নির্ভয়ে পড়াশোনা করতে পারে।
এর আগে গত ২৯ আগস্ট দৈনিক রানার পত্রিকার প্রিন্ট সংস্করণে ‘যশোর সরকারি এমএম কলেজে নামেই রয়েছে মেডিকেল সেন্টার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে কলেজ মেডিকেল সেন্টারের নাজুক অবস্থা, ওষুধ সংকট ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতির বিষয়গুলো উঠে আসে। সংবাদ প্রকাশের পর শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
রানারে সংবাদ প্রকাশের প্রেক্ষাপটে রোববার কলেজ মেডিকেল কর্নারে ওষুধ প্রদান করে ছাত্রদল। উপস্থিত শিক্ষার্থীরাও ছাত্রদলের এই উদ্যোগকে স্বাগত জানান। তারা জানান, শিক্ষার্থীদের জন্য মেডিকেল সেন্টারটি খুবই গুরুত্বপূর্ণ। তবে পর্যাপ্ত ওষুধ না থাকায় অনেক সময় সমস্যায় পড়তে হয়। এখন ওষুধ পাওয়ায় তারা উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট