1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুর দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্নঃ সভাপতি শফিউদ্দীন,সাধারন সম্পাদক আমিনুল ইসলাম হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে যশোরে ‘মুক্তি মঞ্চের’ বিক্ষোভ ওসমান হাদীর স্মরণে এমএম কলেজ ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন ও মৌন মিছিল শরীফ ওসমান হাদী হত্যার বিচার ও ভারতীয় আগ্রাসন দমনের দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল খুলনায় চরমপন্থীদের গুলিতে সাংবাদিক নিহত, গুলিবিদ্ধ পশু চিকিৎসক দেবাশীষের অবস্থা আশঙ্কাজনক ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল যবিপ্রবি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই যশোরে নাশকতার মামলায় তিন আসামি কারাগারে যশোরের ছাত্রনেতার হাত ধরে ৩০ টি পরিবার পানিবন্দি থেকে মুক্তি পেল কেশবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার

নড়াইলে অপহরণ করে থানায় হাজীর,পুলিশের জালে চার অপহরণকারী আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার:নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রবাসীর শিশু সন্তানকে অপহরণের ঘটনায় এক নারীসহ চারজনকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। এ সময় পুলিশ অপহৃত শিশু আব্দুল্লাহ মেজবাহ (৮)কে উদ্ধার করে।

উদ্ধারকৃত শিশু আব্দুল্লাহ মেজবাহ লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের প্রবাসী সালাউদ্দীন মৃধার ছেলে।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন ঘাঘা উত্তরপাড়া গ্রামের শহিদ শেখের ছেলে উজ্জ্বল শেখ (৩৬), বাবুল লস্করের স্ত্রী রোজিনা বেগম (৩৫), ভ্যানচালক হানিফের ছেলে জান্নাতুল (২০), এবং বাবুল লস্করের ছেলে সাকিব (১৭)।

পুলিশ সূত্রে জানা গেছে, উজ্জ্বল শেখ পরিকল্পিতভাবে একই গ্রামের শিশু আব্দুল্লাহ মেজবাহকে অপহরণের উদ্যোগ নেন। এ কাজে ভ্যানচালক জান্নাতুলকে ১০ হাজার টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রথমে ৫০০ টাকা দেন এবং কাজ শেষে বাকি টাকা দেওয়ার আশ্বাস দেন। একইভাবে রোজিনা বেগম ও তার ছেলে সাকিবকে মুক্তিপণের অর্থ দিয়ে তাদের ঋণ পরিশোধ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন, যার ফলে তারা সম্মত হন।

গত শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শিশু আব্দুল্লাহ বাড়ির পাশের উজ্জ্বল শেখের দোকানে গেলে, পরিকল্পনা অনুযায়ী উজ্জ্বল তাকে দুটি ‘হিস্টাসিন’ ট্যাবলেট খাইয়ে অচেতন করে ফেলে। পরে জান্নাতুল,রোজিনা ও সাকিবের সহায়তায় তাকে অপহরণ করে মুক্তিপণ দাবির পরিকল্পনা করে।

এরপর শিশুটিকে লোহাগড়া নিরিবিলি পিকনিক স্পটের একটি কক্ষে লুকিয়ে রাখা হয়,যেখানে রোজিনা বেগম তার পাহারাদারের দায়িত্বে ছিলেন।

ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে অপহরণকারী উজ্জ্বল শেখ শিশুটির স্বজনদের সঙ্গে থানায় গিয়ে অপহরণের অভিযোগ দায়ের করার পরামর্শ দেন। তবে তাদের কথাবার্তায় অসংগতি লক্ষ্য করে পুলিশ সন্দেহ করে এবং তদন্ত শুরু করে।

পরবর্তীতে লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম,ওসি (তদন্ত) অজিত কুমার রায়, এসআই তারক বিশ্বাস ও এসআই আজিজুর তালুকদার এবং সঙ্গীয় ফোর্সের যৌথ অভিযানে রবিবার (৩১ আগস্ট)ভোরে নিরিবিলি পিকনিক স্পট থেকে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং চারজনকে গ্রেফতার করা হয়।

লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম জানান, ‘শিশু অপহরণের ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে আমরা তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে পেরেছি। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণের কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট