1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদারের বদলি শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযানে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিল উদ্ধার স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ঝিনাইদহে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা যশোরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধার, নারী গ্রেফতার যশোরে তৃতীয় বর্ষে রূপান্তর প্রতিদিন তৃতীয় বর্ষের পদার্পন যশোর অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় চিকিৎসক নিহত ভাড়ার টাকা না দেয়ায় অ্যাড. জনির  বিরুদ্ধে সমিতিতে অভিযোগ, শো-কজ যশোর-২ আসনে জামায়াতের মোসলেহ উদ্দিন ফরিদ প্রার্থী চট্টগ্রামের যুবককে যশোর এনে মারপিট ও কীটনাশক খাওয়ায়ে হত্যা চেষ্টার অভিযোগে স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

যশোরে ছিনতাই ও চাঁদা দাবীর অভিযোগে আদালতে মামলা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

যশোর অফিস:  যশোরের বসুন্দিয়ায় ইলেকট্রনিক্স ও পোল্ট্রি ব্যবসায়ীর নিকট চাঁদা চেয়ে না পাওয়ায় দুষ্কৃতিকারীদের পরিকল্পিত হামলায় নগদ ৫ লাখ টাকা ছিনতাই,মারধর সহ আরও ৫ লাখ টাকা চাঁদার দাবীর ঘটনায় যশোর আদালতে মামলা হয়েছে। বৃহষ্পতিবার (২৮ আগস্ট) বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলী আদালতে মামলাটি করেছেন যশোর বসুন্দিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান।

মামলার আসামীরা হচ্ছে সদর গাইদগাছি গ্রামের কেসমত মেম্বারের ভাগনে মোঃ আসাদ ও সবুজ, মরহুম জলিলের ছেলে মোঃ তাহের,বানিয়ারগাতি গ্রামের মরহুম শাহাদাৎ মোল্যার ছেলে মোঃ হাসান, কেরামত মোল্যার মেয়ে মাসুরা।

ভুক্তভোগী মতিয়ার রহমান জানান, তিনি বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসামীরা গত ১৫ দিন পূর্ব হইতে বাদীকে আওয়ামীলীগের দোসর ট্যাগ দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবী করিয়া আসিতেছে। গতকাল বিকালে বসুন্দিয়া মোড় ওয়ান ব্যাংকের নিচ হইতে সিঙ্গিয়া আদর্শ কলেজের সামনে হাসানের চায়ের দোকানে এই ঘটনা ঘটে। এসময় কয়েকশ মানুষ আসামীগণ কর্তৃক বাদীর ওপর নির্মম অত্যাচার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেও ভয়ে কেও প্রতিবাদ করার সাহস পায়নি। বাদী তাদের চাঁদা না দেওয়ায় গতকাল বিকাল ৩.৪৫ মিনিটের দিকে উল্লেখিত আসামীরা সহ অজ্ঞাত ১০/১৫ জন আসামী গতিরোধ করে জোরপূর্বক বাদীর কাছে থাকা নগদ ৫ লক্ষ টাকা ছিনতাই এবং ৫ লাখ টাকার চেক ছিনিয়ে নেই। এছাড়াও “আগামী এক সপ্তাহের মধ্যে কেড়ে নেওয়া চেকের ৫ লক্ষ টাকা চঁাদা না দিলে তাকে প্রাণে খুন করার হুমকী দেই। আসামীগণ কর্তৃক ওয়ান ব্যাংকের নিচ হইতে বাদীকে জোরপূর্বক অপহরণের দৃশ্য সিসি টিভিতে রেকর্ডেড রয়েছে বলে বাদী দাবি করেছেন।

তিনি আরও জানান, আসামীরা সকলেই বিএনপির রাজনীতির সাথে জড়িত।  বর্তমান তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। থানায় মামলা করেননি কেন জিজ্ঞাসা করলে তিনি বলেন, আসামিরা বিএনপি পরিচয়ে এলাকায় ব্যাপকহারে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তাদের নামে একাধিক মামলা মোকাদ্দমা রয়েছে। ন্যায় বিচার পাওয়ার স্বার্থে আদালতে সরাসরি মামলা করেছি। সুবিচার পেতে স্থানীয় প্রশাসনসহ সেনাবাহিনীর সহযোগীতা কামনা করছি।

মামলার বাদী পক্ষের বিজ্ঞ আইনজীবী এ্যাড. রুহিন বালুজ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আইন সবার জন্য সমান সে যত বড় অপরাধীয় হোক না কেন। বিজ্ঞ আদালত মামলার বাদীর অভিযোগ আমলে নিয়ে সি আই ডি যশোরকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্তদের সহিত যোগাযোগের চেষ্ঠা চালিয়েও সাক্ষাৎ না পাওয়ায় তাদের বক্তব্য জানা যাইনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট