
যশোর অফিস : গাজা বিক্রির সময় নয়ন বেগম (৪৭) নামে এক নারীকে আটক করেছে যশোর কোতয়ালি থানা পুলিশ। নয়ন বেগম শহরের সিটি কলেজপাড়া বৌ বাজার আব্দুর রশিদ সড়কের হাসেম মিয়ার স্ত্রী। সদর পুলিশ ফঁাড়ির এএসআই আব্দুল বাতেন জানিয়েছেন, গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে সিটি কলেজ পাড়ার একই টেইলার্সের সামনে থেকে নয়ন বেগমকে আটক করা হয়। পরে নারী পুলিশ সদস্য দিয়ে তার দেহ তল্লাশি করে শাড়ির আঁচলে পলিথিনে বঁাধা একশ গ্রাম গঁাজা উদ্ধার করা হয়। এছাড়া গঁাজা বিক্রির ২ হাজার ২শ টাকা জব্দ করা হয়। এই ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে।
পুলিশ আরো জানিয়েছে, নয়ন বেগম একজন চিহ্নিত গঁাজা বিক্রেতা। তার বিরুদ্ধে কোতয়ালি থানায় মাদক আইনে আরো একটি মামলা আছে।
Like this:
Like Loading...