1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন

যশোরের ঝিকরগাছা পৌর প্রশাসক চিকিৎসা সহায়তার চেক তুলে দিলেন সূর্যের পিতার হাতে 

যশোর অফিস
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

যশোর  অফিস : প্রশাসনের দায়িত্বশীলতার পাশাপাশি মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ঝিকরগাছা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভুমি) নাভিদ সারওয়ার। জন্মগত শারীরিক জটিলতায় ভোগা তৌফিক সূর্যের চিকিৎসার জন্য তার পিতা ঝিকরগাছা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক তারিক মোহাম্মদের হাতে চিকিৎসা সহায়তার একটি চেক তুলে দেন তিনি।

১২ বছর বয়সী তৌফিক সূর্য দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত হয়ে ভোগান্তির মধ্যে রয়েছে। পরিবারটি সন্তানের চিকিৎসার জন্য ইতোমধ্যে বিপুল অর্থ ব্যয় করেছে। তবে পূর্ণাঙ্গ চিকিৎসা নিশ্চিত করতে আরও সহায়তার প্রয়োজন ছিল। বিষয়টি পৌর প্রশাসকের দৃষ্টিগোচর হলে তিনি মানবিক সহায়তার ব্যবস্থা করেন।

মঙ্গলবার (২৯জুলাই) দুপুরে পৌর প্রশাসক নিজ দপ্তরে চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম, পৌর সচিব সন্তোষ হাজরা, হিসাব রক্ষক খায়রুর আলম, আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মো. আরাফাত কল্লোল, প্রেসক্লাবের দফতর সম্পাদক কে এম ঈদ্রিসসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সূর্যের পরিবারের সদস্যরা।

চেক প্রদান শেষে পৌর প্রশাসক নাভিদ সারওয়ার বলেন,“প্রশাসনের কাজ শুধু দাপ্তরিক দায়িত্ব নয়, মানুষের পাশে দাঁড়ানোও আমাদের নৈতিক কর্তব্য। সূর্যের জন্য এই সহায়তা তার চিকিৎসার একটি ধাপ হতে পারে, আমরা সবসময় এমন মানুষের পাশে থাকার চেষ্টা করি।”

চেক হাতে পেয়ে আবেগাপ্লুত সূর্যের পিতা বলেন,“অনেক চেষ্টা করে সন্তানের জন্য এই পর্যন্ত এসেছি। পৌর প্রশাসক মহোদয়ের এই সহায়তা আমাদের পরিবারকে নতুন আশার আলো দেখাবে। আমরা তার প্রতি কৃতজ্ঞ।”

এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসা কুড়িয়েছে। সবাই আশা করছেন, প্রশাসনের এমন দায়িত্বশীল ভূমিকা সমাজে আরও ইতিবাচক পরিবর্তন আনবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট