যশোর অফিস :হাফিজুর রহমান (৩৭) নামে একজন শ্রমিক ঠিকাদারকে মারপিটে জখম এবং টাকা কেড়ে নিয়ে প্রাণনাশের হুমকির ঘটনায় আদালতে দায়ের করা পিটিশন কোতয়ালি থানায় নিয়মিত মামলা হিসাবে রেকর্ড করা হয়েছে। তিনি সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুল গফুর বিশ্বাসের ছেলে।
আসামি করা হয়েছে দুইজনকে। এরা হলো, ঝুমঝুমপুর পূর্বপাড়ার খোরশেদ মোল্লার ছেলে শাকিল হোসেন (২৫) এবং মৃত সামাদের ছেলে রাজু হোসেন (৩০)।
এজাহারে হাফিজুর রহমান উল্লেখ করেছেন, তিনি বালিয়াডাঙ্গা আহাদ জুট মিলে শ্রমিক সাপ্লাই দিয়ে থাকেন। এই শ্রমিক নিয়োগ নিয়ে আসামিদ্বয় এক বছর আগে থেকে তার কাছে ২০ হাজার টাকা চঁাদা দাবি করে আসছে। প্রতিমাসে ২০ হাজার টাকা দাবি করে। কিন্তু তিনি বরাবরই টাকা দিকে অস্বীকার করেন। এত ক্ষিপ্ত হয় তারা। তাকে নানা ধরনের গালিগালাজ এবং হুমকি দিয়ে আসছে। গত ৫ জুলাই বেলা সাড়ে ১২টার দিকে শ্রমিকদের পাওনা টাকা উঠিয়ে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে যশোর-নড়াইল সড়কের বিএডিসি অফিসের গেটের সামনে পৌছালে আসামিদ্বয় তার গতিরোধ করে। এবং চঁাদা টাকা চায়। তিনি টাকা দিতে অস্বীকার করলে সাথে সাথে একজন তাকে জাপটে ধরে এবং আরেকজন পকেট থেকে ৫০ হাজার টাকা কেড়ে নেয়। তিনি বঁাধা দিলে আসামিরা একটি চাকু দিয়ে তার বাম উরুতে পরপর দুইটি আঘাত করে জখম করে। সে সময় তিনি চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে লোকজন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় তিনি থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ তাকে আদালতে মামলার পরামর্শ দিলে আদালতে পিটিশন দাখিল করেন। আদালতের নির্দেশে গত বুধবার রাতে কোতয়ালি থানায় মামলাটি রেকর্ড হয়।