নিজেস্ব প্রতিবেদক: যশোর কালেক্টরেট মসজিদ কমপ্লেক্স মার্কেট কাপড় ব্যবসায়ী অ্যাসোসিয়েশনে মঈন উদ্দিন টেনিয়া সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বি দুজন প্রার্থীই সমান ভোট পেয়েছেন। শুক্রবার সংগঠনটির নির্বাচনে ভোট গণনার শেষে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা তালবাড়িয়া ডিগ্রি কলেজের ভূগোল বিভাগের সহকারি অধ্যাপক ইবাদত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ ইসাহক, নির্বাচন কমিশনার গ্রামের কাগজের প্রকাশক ও সম্পাদক মবিনুল ইসলাম মবিন, নির্বাচন কমিশনার প্রেসক্লাব যশোরের সম্পাদক এস এম তৌহিদুর রহমান প্রমুখ।ইবাদত হোসেন জানান, যশোর কালেক্টরেট মসজিদ কমপ্লেক্স মার্কেট কাপড় ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নিবাচনে সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ২২৮ ভোটারের মধ্যে ২২৭ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। ছয়টি ভোট বাতিল হয়েছে। একজন ভোটার অনুপস্থিত ছিলেন। নির্বাচনে সভাপতি পদে মঈন উদ্দিন টেনিয়া ১৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি রেজানুল করিম ৮৩ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে ইনসান আলী ১২২ ও নুরুল ইসলাম ১২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বি প্রার্থী আব্দুল জলিল শিকদার ১০৩ ও রবিউল হোসেন ৯৮ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক নেছার আহম্মেদ মুন্না ও আব্দুর রউফ ভুঁইয়া দুজনই সমান ভোট পেয়েছেন। তাদের ভোটের সংখ্যা ১১০। সহ-সাধারণ সম্পাদকের দুইটি পদে ইমরান হোসেন ১২৫ ও অহিদুল ইসলাম ১২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বি প্রার্থী ইসমাইল হোসেন ১০০ ও রহিম হোসেন রাজ ৯৬ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে সবুজ তালুকদার ১২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি প্রার্থী ইলিয়াস হোসেন বাবু ১০২ ভোট পেয়েছেন। প্রচার সম্পাদক পদে ফিরোজ মোড়ল ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি প্রার্থী সামিনুল ইসলাম ৯৫ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে মনিরুল ইসলাম ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি প্রার্থী আব্দুস সালাম ৯৩ ভোট পেয়েছেন।