যশোর অফিস : যশোর জেলার কোতয়ালী মডেল থানার নওয়াপাড়া ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের নওদাগ্রাম বিশ্বাস বাড়ীর মোড় এলাকা থেকে ২৪ জুলাই ২০২৫ তারিখে (৫০) পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মাহীদ হাসান ওরফে (ব্লেড) (২৬)কে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় যশোর।
আটক আসামি হলেন : মোঃ মাহীদ হাসান ওরফে ব্লেড (২৬), পিতাঃ মোঃ মাজিদ বিশ্বাস, মাতাঃ মোছাঃ আছমা খাতুন, সাং- নওদাগ্রাম বিশ্বাস বাড়ীর মোড়, ওয়ার্ড নং- ০২, ইউপি- নওয়াপাড়া, জেলা যশোর, থানা, কোতোয়ালি।
আইনগত ব্যবস্থা :উপ-পরিদর্শক মোঃ সাইদুর রহমান বাদী হয়ে আসামী মোঃ মাহীদ হাসান ওরফে (ব্লেড) (২৬) এর বিরুদ্ধে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।