যশোর প্রতিনিধি: যশোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশু ও এক যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৩ জুলাই) সকালে এসব দুর্ঘটনা ঘটে যশোর সদর ও ঝিকরগাছা থানার বিভিন্ন এলাকায়।
সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের চুরামনকাটি উত্তরপাড়ায় গড়াই পরিবহনের একটি দ্রুতগামী বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী আশিক (১৮) গুরুতর আহত হন। তিনি যশোর সদর উপজেলার দৌলতদিহি গ্রামের আসাদুল ইসলামের ছেলে। স্থানীয়রা বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়। আশিককে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
একইদিন সকালে ঝিকরগাছা উপজেলার গুলবাগপুর গ্রামে বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি ইজিবাইকের ধাক্কায় আহত হয় ৮ বছর বয়সী শিশু ফাহিম। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয় এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার্ড করা হয়।
উভয় ঘটনায় চালকরা দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। হাইওয়ে পুলিশ ও ঝিকরগাছা থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।