যশোর অফিস: যশোরের চৌগাছায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ এক নারী ও এক পুরুষকে আটক করেছে। মঙ্গলবার চৌগাছার সুখপুকুরিয়া ইউনিয়নের বর্ণি মাঝের পাড়া ও পুড়াপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
নিয়মিত মামলায় আটক করা হয় মিজানুর রহমান (৩৪), যার বাড়ি বর্ণি মাঝের পাড়ায়। তার কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে মোবাইল কোর্টে ১০০ গ্রাম গাঁজাসহ আটক হন তানিয়া খাতুন (৩৭), বাড়ি ঝিনাইদহের মহেশপুরে। আদালত তাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১হাজার,১শত ৪৮ টাকা জরিমানা করেন।
অভিযান পরিচালনা করেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. লায়েকউজ্জামান এবং মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোছা. তাসমিন জাহান।