২১-০৭-২০২৫
নিজস্ব প্রতিবেদক,চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়।
নির্বাহী অফিসার ফারজানা ইসলামের সভাপতিত্বে সভায় আলোচনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসমিন জাহান, কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাম ছুন্নাহার, প্রকৌশলী রিসায়াত ইমতিয়াজ,চৌগাছা উপজেলা বিএনপির সাধাম রণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ার ম্যান মাসুদুল হাসান, স্বরুপদাহ ইউপি চেয়রম্যান নুরুল কদর, ধুলিয়ানী ইউপি চেয়ারম্যান এসএম মমিনুর রহমান প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, পরি ষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।