1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদারের বদলি শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযানে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিল উদ্ধার স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ঝিনাইদহে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা যশোরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধার, নারী গ্রেফতার যশোরে তৃতীয় বর্ষে রূপান্তর প্রতিদিন তৃতীয় বর্ষের পদার্পন যশোর অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় চিকিৎসক নিহত ভাড়ার টাকা না দেয়ায় অ্যাড. জনির  বিরুদ্ধে সমিতিতে অভিযোগ, শো-কজ যশোর-২ আসনে জামায়াতের মোসলেহ উদ্দিন ফরিদ প্রার্থী চট্টগ্রামের যুবককে যশোর এনে মারপিট ও কীটনাশক খাওয়ায়ে হত্যা চেষ্টার অভিযোগে স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে যশোরে বিএনপির দোয়া মাহফিল ও মৌন মিছিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে
মো:মাহমুদ হাসান : যশোরে বিএনপির আয়োজনে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে যশোর জেলা বিএনপি কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।
দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “আজ রক্তস্নাত জুলাইয়ের বর্ষপূর্তি পালিত হচ্ছে, অথচ দেশের মানুষ এখনও গণতান্ত্রিক অধিকার ফিরে পায়নি। ভোটাধিকার, মানবাধিকার ও আইনের শাসন থেকে এখনো জনগণ বঞ্চিত।”
তিনি আরও বলেন, “যেভাবে ফ্যাসিস্ট শেখ হাসিনা ষড়যন্ত্র করে ১৬ বছর ক্ষমতা ধরে রেখেছিল, এখন দেশি-বিদেশি শক্তিরা নতুন করে ফাঁদ পাতছে। জনগণের মালিকানা ফেরত আনতেই বিএনপি আজ রাজপথে।”
বক্তব্যে তিনি বলেন, “ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে বিভাজন সৃষ্টি করে গণতান্ত্রিক উত্তরণ বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে। গোপালগঞ্জে তার প্রমাণ মিলেছে। শহীদদের রক্তের ঋণ শোধে আমাদের আন্দোলন ব্যর্থ হতে দেওয়া যাবে না।”
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেন, “আজকে যারা জীবন দিয়েছেন ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে, তাদের আত্মত্যাগকে স্মরণ করার মধ্য দিয়েই আমাদের নতুন করে শপথ নিতে হবে।”
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী টি এস আইয়ুব, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবু, সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, আব্দুস সালাম আজাদ, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম প্রমুখ।
দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মোশারফ হোসেন।
পরে দলীয় কার্যালয় থেকে কালো ব্যাজ ধারণ করে মৌন মিছিল বের হয়। মিছিলটি বঙ্গবাজার, চৌরাস্তা মোড়, আর এন রোড হয়ে মনিহার মোড়ে গিয়ে শেষ হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট