1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ৫ মামলার ওয়ারেন্টভুক্ত ‘জাদুকর’ শাহাবুদ্দিন গ্রেফতার যশোরে ‘শিশু-মননে জুলাই বিপ্লব’ শিরোনামে চিত্র প্রদর্শনীর উদ্বোধন,প্রাচ্য গ্যালারিতে ১০ দিনব্যাপী আয়োজন বেনাপোলে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার যশোরে ডাকাতির প্রস্তুতিকালে ফেলে যাওয়া ট্রাকের সূত্র ধরে ডিবির জালে সংঘবদ্ধ চক্রের তিন সদস্য রাজবাড়ী ও সাভার থেকে গ্রেফতার যশোরে আমিনা কেরামত আলী বিশ্বাস ড্রীম স্কুল অন্ড কলেজে ১৫০ শিক্ষার্থী পেল নতুন স্কুল ড্রেজ যশোরে “বিবেক” স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার নতুন কমিটি গঠিত কেশবপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত মঞ্চ সঞ্চালনায়, জুলাই পুনর্জাগরণে সমাজগঠণে লাখো কণ্ঠে শপথ পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান যশোরের বহিষ্কৃত যুবদল নেতা বিতর্কিত জনি ডিবির জলে ধরা আগামী ২০ আগস্ট দেশে পবিত্র আখেরী চাহার সোম্বা পালিত হবে

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে যশোরে বিএনপির দোয়া মাহফিল ও মৌন মিছিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে
মো:মাহমুদ হাসান : যশোরে বিএনপির আয়োজনে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে যশোর জেলা বিএনপি কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।
দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “আজ রক্তস্নাত জুলাইয়ের বর্ষপূর্তি পালিত হচ্ছে, অথচ দেশের মানুষ এখনও গণতান্ত্রিক অধিকার ফিরে পায়নি। ভোটাধিকার, মানবাধিকার ও আইনের শাসন থেকে এখনো জনগণ বঞ্চিত।”
তিনি আরও বলেন, “যেভাবে ফ্যাসিস্ট শেখ হাসিনা ষড়যন্ত্র করে ১৬ বছর ক্ষমতা ধরে রেখেছিল, এখন দেশি-বিদেশি শক্তিরা নতুন করে ফাঁদ পাতছে। জনগণের মালিকানা ফেরত আনতেই বিএনপি আজ রাজপথে।”
বক্তব্যে তিনি বলেন, “ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে বিভাজন সৃষ্টি করে গণতান্ত্রিক উত্তরণ বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে। গোপালগঞ্জে তার প্রমাণ মিলেছে। শহীদদের রক্তের ঋণ শোধে আমাদের আন্দোলন ব্যর্থ হতে দেওয়া যাবে না।”
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেন, “আজকে যারা জীবন দিয়েছেন ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে, তাদের আত্মত্যাগকে স্মরণ করার মধ্য দিয়েই আমাদের নতুন করে শপথ নিতে হবে।”
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী টি এস আইয়ুব, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবু, সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, আব্দুস সালাম আজাদ, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম প্রমুখ।
দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মোশারফ হোসেন।
পরে দলীয় কার্যালয় থেকে কালো ব্যাজ ধারণ করে মৌন মিছিল বের হয়। মিছিলটি বঙ্গবাজার, চৌরাস্তা মোড়, আর এন রোড হয়ে মনিহার মোড়ে গিয়ে শেষ হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট