
যশোর অফিস : ভারতের কমিউনিস্ট পার্টি (মাওবাদী)-এর সাধারণ সম্পাদক বাসবরাজসহ মাওবাদী নেতা ও আদিবাসীদের হত্যার প্রতিবাদে ঢাকার শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আজ এক স্মরণ ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শুরুতেই ‘অপারেশন কাগার’ অভিযানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং বাসবরাজের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর আন্তর্জাতিক সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সভার সূচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন মাওবাদী কবি হাসান ফকরী এবং সঞ্চালনায় ছিলেন বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি। বক্তব্য রাখেন খনন পত্রিকার সম্পাদক বাদল শাহ আলম, জাতীয় গণফ্রন্টের রজত হুদা, ভাসানী পরিষদের হারুন-অর-রশিদ, বুদ্ধিজীবী সংঘের আফজালুল বাশার, রঘু অভিজিৎ রায়, সৈয়দ আবুল কালাম, মাসুদ খান, জাফর হোসেন, খবির শিকদার, নাঈম উদ্দিন ও কবি সুমাইয়া শিকদার ইলা।
বক্তারা অভিযোগ করেন, ভারতের মোদি সরকারের ‘অপারেশন কাগার’ অভিযানে ২০২৪ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত অন্তত ৪০০ জন মাওবাদী ও আদিবাসীকে হত্যা করা হয়েছে। তারা বলেন, এ অভিযান আদিবাসীদের জমি দখল করে কর্পোরেট স্বার্থ রক্ষায় পরিচালিত হচ্ছে।
২১ মে মাওবাদী নেতা বাসবরাজসহ ২৮ জনকে হত্যার ঘটনাকে “ঠাণ্ডা মাথায় পরিকল্পিত হত্যাকাণ্ড” হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, ফ্যাসিবাদী দমননীতি বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হতে হবে।
সভা শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও লাল পতাকা, ফেস্টুন সজ্জিত মিছিলের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
Like this:
Like Loading...