
যশোর অফিস :যশোরে ভাসুরের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় মমতাজ বেগম নামে এক প্রবাসির স্ত্রীকে মারপিট, শ্লীলতাহানী, স্বর্ণালংকার ও নগদ লাখ টাকা নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গত ১৩ জুলাই রাতে সদর উপজেলার বলরামপুর গ্রামের পূর্বপাড়ায় এই ঘটনার পরে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে ভাসুরসহ চারজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দিয়েছেন।
অভিযুক্তরা হলো, একই গ্রামের আকের আলী, তার স্ত্রী জেসমিন বেগম, দুই ছেলে আন্তর ও শুভ।
বাদী অভিযোগে বলেছেন, তার স্বামী মালয়েশিয়া প্রবাসি। এক ছেলে ও এক মেয়ে নিয়ে তিনি স্বামীর বাড়িতেই বসবাস করেন। স্বামী বাড়িতে না থাকার সুযোগে বাদীর ভাসুর বেশ কিছুদিন ধরে তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিলো। রাজি না হওয়ায় বাদীকে দেখে নেয়ার হুমকি দেয়। পাশাপাশি বাড়িতে গোসলের সময় আশপাশ থেকে বাদীর নগ্ন ভিডিও ছবি ধারণ শুরু করে। আর সেই ছবি এবং ভিডিও দিয়ে ব্লাকমেইল করার চেষ্টা করে আসছে। তারই জের ধরে গত ১৩ জুলাই রাত ১০টার দিকে বাদীকে আবারও কু-প্রস্বাত দেয়। রাজি না হলে তাকে মারপিট শুরু করে। এরইমধ্যে আসামি আকের আলীর স্ত্রী ও দুই ছেলে সেখানে আসে। এরপর তার চিৎকারে বাদীর ছেলে-মেয়ে এবং তার মা ঠেকাতে গেলে তাদেরও মারপিট করে। এসময় বাদীকে শ্লীলতাহানী ঘটানোর পরে তার গলায় থাকা ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, ঘরে থাকা এক লাখ টাকা নিয়ে নেয়। এরপরে আসপাশের লোকজন এগিয়ে এলে তারা বাদীকে দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়। এই ঘটনায় গতকাল ১৪ জুলাই ওই চারজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দেয়া হয়েছে।
Like this:
Like Loading...