1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ৫ মামলার ওয়ারেন্টভুক্ত ‘জাদুকর’ শাহাবুদ্দিন গ্রেফতার যশোরে ‘শিশু-মননে জুলাই বিপ্লব’ শিরোনামে চিত্র প্রদর্শনীর উদ্বোধন,প্রাচ্য গ্যালারিতে ১০ দিনব্যাপী আয়োজন বেনাপোলে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার যশোরে ডাকাতির প্রস্তুতিকালে ফেলে যাওয়া ট্রাকের সূত্র ধরে ডিবির জালে সংঘবদ্ধ চক্রের তিন সদস্য রাজবাড়ী ও সাভার থেকে গ্রেফতার যশোরে আমিনা কেরামত আলী বিশ্বাস ড্রীম স্কুল অন্ড কলেজে ১৫০ শিক্ষার্থী পেল নতুন স্কুল ড্রেজ যশোরে “বিবেক” স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার নতুন কমিটি গঠিত কেশবপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত মঞ্চ সঞ্চালনায়, জুলাই পুনর্জাগরণে সমাজগঠণে লাখো কণ্ঠে শপথ পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান যশোরের বহিষ্কৃত যুবদল নেতা বিতর্কিত জনি ডিবির জলে ধরা আগামী ২০ আগস্ট দেশে পবিত্র আখেরী চাহার সোম্বা পালিত হবে

যশোর শিক্ষাবোর্ডে নতুন করে প্রশ্ন ছাপিয়ে যুক্তিবিদ্যার দ্বিতীয়পত্রের নৈর্ব্যক্তিক পরীক্ষা নেয়া হচ্ছে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে
যশোর অফিস : (১৩ জুলাই) নতুন প্রশ্নে যশোর বোর্ডে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের নৈর্ব্যক্তিকপরীক্ষা নেয়া হচ্ছে।গত বৃহস্পতিবার শিক্ষাবোর্ডের অধীনে কুষ্টিয়ার একটি পরীক্ষা কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় যুক্তিবিদ্যা প্রথম পত্রের জায়গায় দ্বিতীয় পত্রের নৈর্ব্যক্তিক প্রশ্ন বিতরণ করা হয়। এ ঘটনায় কেন্দ্রস‌চিবসহ ৬ জন‌কে দায়িত্ব থে‌কে অব্যাহতি দেওয়া হয়ে‌ছে। একইসঙ্গে ওইদিন নতুন প্রশ্নে পুরো যশোর শিক্ষাবোর্ডে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের নৈর্ব্যক্তিক পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোছাম্মৎ আসমা বেগম।
জানা গেছে, বৃহস্পতিবার (১০ জুলাই) কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার কুষ্টিয়া আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীদের মধ্যে ভুলক্রমে যুক্তিবিদ্যা প্রথমপত্রের নৈর্ব্যক্তিক প্রশ্নের জায়গায় দ্বিতীয়পত্রের নৈর্ব্যক্তিক প্রশ্ন বিতরণ করা হয়। এ ঘটনায় যুক্তিবিদ্যার ফাঁস হয়ে যাওয়া দ্বিতীয়পত্রের নৈর্ব্যক্তিক বাতিল করে নতুন করে নৈর্ব্যক্তিক প্রশ্ন ছাপানো হয়েছে। বৃহস্পতিবার রাতেই বিজি প্রেসে প্রশ্ন ছাপানোর কাজ শুরু হয়েছে। সেখানে একজন ম্যাজিস্ট্রেট দায়িত্বে ছিলেন। ওই রাতের মধ্যেই যশোর বোর্ডের আওতাধীন সব জেলায় প্রশ্ন পাঠানো হয়। যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের নৈর্ব্যক্তিক প্রশ্ন অধিকতর সাবধানতার জন্য চারটি সেটই ছাপানো হয়েছে। রবিবারের পরীক্ষা এই নতুন প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে।
শুক্রবার সকাল ৯টার দিকে যশোর বোর্ড থেকে তিনজন কর্মকর্তা ওই কেন্দ্রে আসেন। সেখানে পরীক্ষার দায়িত্বে থাকা সবার সঙ্গে কথা বলেন। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কুষ্টিয়া আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সালাহ উদ্দিনের উদাসীনতা ও অবহেলার প্রমাণ পান তাঁরা। পরীক্ষা পরিচালনা কমিটির চার সদস্যসহ এক ট্যাগ অফিসারের বিরুদ্ধেও উদাসীনতার প্রমাণ পাওয়া যায়। এসব কারণে ওই কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, চার শিক্ষক ও ট্যাগ অফিসারকে পরীক্ষার সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যত দিন পরীক্ষা শেষ না হবে, তত দিন তাঁরা কেউই কলেজে যেতে পারবেন না। ওই কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক আজব আলী জোয়ার্দ্দারকে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি তিন সদস্যের একটি পরীক্ষা পরিচালনা কমিটি গঠন করেছেন।
এ বিষয়ে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোছাম্মৎ আসমা বেগম বলেন, যুক্তিবিদ্যার দ্বিতীয়পত্রের নৈর্ব্যক্তিক পরীক্ষার প্রশ্ন নতুন করে ছাপানো হয়েছে। কুষ্টিয়ার একটি পরীক্ষা কেন্দ্রে কর্মকর্তাদের ভুলের কারণে দ্বিতীয়পত্রের নৈর্ব্যক্তিক প্রশ্ন প্রথমপত্রের দিনে বিতরণ করা হয়েছে। মূলত সেইজন্য দ্বিতীয়পত্রের নৈর্ব্যক্তিক প্রশ্ন বাতিল করে নতুন করে প্রশ্ন ছাপিয়ে পরীক্ষা নেয়া হচ্ছে। ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নতুন করে ছাপানো চার সেট প্রশ্ন শিক্ষাবোর্ডের সব কেন্দ্রে পৌছে গেছে। এছাড়াও কুষ্টিয়ার সেই কেন্দ্রে কেন্দ্র সচিবসহ ছয়জনকে পরীক্ষার যাবতীয় দায়িত্ব থেকে অব্যবহতি দেয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট