যশোর প্রতিনিধি: যশোর জেলা জামায়াত ইসলামী আমীর অধ্যাপক গোলাম রসুল বলেছেন, সততা, সাহসিকতা ও যোগ্যতা দিয়ে বাতিলের মোকাবেলা করা হবে। ৫ আগস্টের আগে ও পরে জামায়াত ইসলামীর নামে কোন চাঁদাবাজি ও দুর্নীতির গন্ধ নেই। জামায়াত ইসলামীর কাছে দেশবাসী নিরাপদ সেটা প্রমানিত হয়েছে। সব দলের দেখা শেষ, দেশবাসী আগামীদিনে জামায়াত ইসলামীর শাসন দেখতে চায়। জামায়াত ইসলামীর কাছে মানুষের জান, মাল শতভাগ নিরাপদ। জামায়াতের প্রতিটি কর্মী সৎ ও দায়িত্বশীল। বাংলাদেশ জামায়াত ইসলামী যশোর শহর ও সদর উপজেলা শাখার আয়োজনে ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহর শাখার সভাপতি অধ্যাপক শামছুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর আসনে জামায়াত ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ভিপি আব্দুল কাদের ও সদর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আশরাফ আলী।
অধ্যাপক গোলাম রসুল বলেন, ২০০১ চারদলীয় জোট সরকারে জামায়াতের দুইজন মন্ত্রীসহ কয়েকজন সংসদ সদস্য ছিলেন। ২০০৭ সালে তত্ত্ববধায়ক সরকার আসার পরে সেই সরকারের অনেক সংসদ সদস্য ও মন্ত্রীদের পাহাড় সমান দুর্নীতির অভিযোগ পাওয়া যায়। তারমধ্যে জামায়াতের একজন এমপি, মন্ত্রীর নামেও দুর্নীতির কাঁদামাটির দাগ পড়েনি। জামায়াত ইসলাম ইনসাফ ভিত্তিক দল। সব দলের চেয়ে জামায়াতের বিশ্বাসেযাগ্যতা ও গ্রহণযোগ্যতা অনেক উপরে। দেশবাসীর আস্থার জায়গা জামায়াত ইসলাম। জামায়াত ক্ষমতায় গেলে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হবে। ভারতের আধিপাত থেকে মুক্তি পাবে। সবার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে।
সম্মেলনে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি গোলাম কুদ্দুস, প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দীন, জেলা শিক্ষা সেক্রেটারি অধ্যাপক আবুল হাশিম রেজা, শহর শাখা নায়েবে ইসমাইল হোসেন, সদর শাখা সেক্রেটারি অধ্যাপক আব্দুল হক, সহকারি সেক্রেটারি মাওলানা জহির উদ্দীন, অধ্যাপক আরিফুর রহমান ও গাজী মুকিতুল হক। সম্মেলন পরিচালনা করেন শহর শাখার সেক্রেটারি ইমরান হোসেন।