1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদারের বদলি শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযানে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিল উদ্ধার স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ঝিনাইদহে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা যশোরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধার, নারী গ্রেফতার যশোরে তৃতীয় বর্ষে রূপান্তর প্রতিদিন তৃতীয় বর্ষের পদার্পন যশোর অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় চিকিৎসক নিহত ভাড়ার টাকা না দেয়ায় অ্যাড. জনির  বিরুদ্ধে সমিতিতে অভিযোগ, শো-কজ যশোর-২ আসনে জামায়াতের মোসলেহ উদ্দিন ফরিদ প্রার্থী চট্টগ্রামের যুবককে যশোর এনে মারপিট ও কীটনাশক খাওয়ায়ে হত্যা চেষ্টার অভিযোগে স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

যশোরের নওয়াপাড়া সাবেক অতিরিক্ত সহকারী কর কমিশনার মেজবাহ উদ্দীন কারাগারে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোরের অভয়নগরের নওয়াপাড়া কর সার্কেল-১১ এর সাবেক অতিরিক্ত সহকারী কর কমিশনার মেজবাহ উদ্দীন আহমেদকে কারাগারে পাঠিয়ে আদালত। মঙ্গলবার সিনিয়র স্পেশাল জজ ( সিনিয়র জেলা ও দায়রা জজ) আদালতে বিচারক শেখ নাজমুল আলম আসামির জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।
মেজবাহ উদ্দীন আহমেদ খুলনার খালিশপুর থানার বয়রার পালপাড়া রোডের আলাউদ্দীন আহমেদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি অ্যাডভোকেট আশরাফুল আলম বিপ্লব।
 মামলার অভিযোগে জানা গেছে, মেজবাহ উদ্দীন আহমেদ নওয়াপাড়া কর সার্কেল-১১ এ প্রথম মেয়াদে ২০১৫ সালের ২২ মে থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এবং দ্বিতীয় মেয়াদে ২০১৬ সালের ৩ মার্চ থেকে ৩ মে পর্যন্ত অতিরিক্ত সহকারী কর কমিশনার হিসেবে অফিস প্রধানের দায়িত্ব পালন করেন। দ্বিতীয় মেয়াদে কর্মরত থাকাকালীন ওই অফিসের নামে কোনো ব্যাংক হিসাব নম্বর ছিলো না এবং অদ্যাবধী কোনো ব্যাংক হিসাব পরিচালিত হয়নি। মেজবাহ উদ্দীন আহমেদ সরকারি টাকা আত্মসাতের উদ্দেশ্যে ২০১৬ সালের ২৯ মার্চ ঊর্দ্ধতন কতর্ৃপক্ষের অনুমোদন না নিয়ে অবৈধভাবে সোনালী ব্যাংক পিএলসি নওয়াপাড়া শাখায় উপ-কর কমিশনার সার্কেল-১১ এর নামে একটি চলতি হিসাব নম্বর খোলেন। এরপর তিনি ১০টি পে-অর্ডার ও ৩টি ডিডি’র মাধ্যমে আয়কর বাবদ জমাকৃত ৩ লাখ ৫ হাজার টাকা চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা না দিয়ে ব্যাংকের ওই হিসাবে রেখে দেন। পরবর্তীতে তিনি তার নিজ স্বাক্ষরিত ৬টি চেকের সাহায্যে ২০১৬ সালের ৫ এপ্রিল থেকে ২মে পর্যন্ত সময়ের মধ্যে উল্লিখিত ৩ লাখ ৫ হাজার টাকা উত্তোলন করে আত্মসাত করেন। এ সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান শেষে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন ২০২২ সালের২৭ মার্চ মেজবাহ উদ্দীন আহমেদকে আসামি করে একটি মামলা করেন। ওই মামলার তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় মেজবাহ উদ্দীন আহমেদকে অভিযুক্ত করে ২০২৪ সালের ২৬ জুন আদালতে চার্জশিট জমাদেন তদন্তকারী কর্মকর্তা উপসহকারী পরিচালক জালাল উদ্দিন। দীর্ঘদিন পলাতক থাকার পর মোজবাহ উদ্দিন গতকাল মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক আবেদনের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট