
যশোর অফিস: যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামে এক গৃহবধূকে (৩৮) গণধর্ষণের অভিযোগে চারজন গ্রাম্য মাতব্বরসহ সাতজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পুলিশ সিরাজগঞ্জ থেকে মামলার প্রধান আসামি সিরাজুল ইসলামকে (৪৮) গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১ জুলাই রাত সাড়ে ৮টার দিকে ওই গৃহবধূ ধর্ষণের শিকার হন। ঘটনার পর গ্রাম্য মাতব্বররা নিজেরাই সালিশ বৈঠক বসিয়ে অভিযুক্ত আমজেদ আলী (৪৮), আব্দুল্লাহ (১৭) ও সিরাজুল ইসলামকে বেদম মারধর করেন এবং তিন লাখ টাকা জরিমানা ধার্য করেন। পরে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে পুলিশ ভুক্তভোগীকে হেফাজতে নেয়।
জানা যায়, গৃহবধূর স্বামী খুলনায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। বিষয়টি জানার পর পুলিশ গত সোমবার (৭ জুলাই) তাকে থানায় নিয়ে আসে। পরে তিনি স্ত্রীকে ধর্ষণের ঘটনায় তিনজন অভিযুক্ত ও চারজন গ্রাম্য মাতব্বরের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০/১৫ জনের বিরুদ্ধে শার্শা থানায় মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বাদী অভিযোগ করেন,তিনি বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী আব্দুল্লাহ, আমজেদ ও সিরাজ তার স্ত্রীকে ধর্ষণ করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, ভুক্তভোগীর জবানবন্দিতে ঘটনার সত্যতা মিলেছে। গ্রেফতার সিরাজুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে এবং অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।
Like this:
Like Loading...