মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর এর মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবেলেট ও মাদক ব্যবসায় ব্যবহৃত ওয়াকিটকি সেট সহ ০১ জন মাদক কারবারিকে আটক করেছে যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। (৩ জুলাই ২০২৫) যশোর জেলার বাঘারপাড়া থানাধীন ৮ নং বাসুয়াড়ী ইউনিয়নের কিসমত মাহামুদপুর পশ্চিমপাড়া থেকে আটক করে।
আটক আসামী হলেন : মোঃ ফয়সাল রেজা (৩১), পিতাঃ মৃত মহিদুল ইসলাম, মাতাঃ মোছাঃ মারুফা খাতুন, সাং- কিসমত মাহামুদপুর পশ্চিমপাড়া, ইউপি- ০৮ নং বাসুয়াড়ী, ডাকঃ চাড়াভিটা-৭৪৭০, থানাঃ বাঘারপাড়া, জেলাঃ যশোর। জাতীয় পরিচয়পত্র নং- ১৪৮৮৮০৮৬৬৬।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট- ২৪০ (দুইশত চল্লিশ) পিস অননুমোদিত সচল ওয়াকিটকি সেট- ২ (দুই) টি ব্যাটারী ও চার্জার এ বিষয়ে উপপরিদর্শক জনাব এস এম শাহীন পারভেজ বাদী হয়ে আসামীর বিরুদ্ধে যশোর জেলার বাঘারপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মোঃ আসলাম হোসেন উপপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, যশোর।