ঢাকা অফিস : মেহেরপুরের গাংনীর সেই বিএনপি নেতাকে ছেড়ে দিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার ভোরে যৌথ বাহিনী উপজেলার রাইপুর ইউনিয়নের এলাঙ্গী গ্রামে বিএনপির ওই নেতার বাড়ি থেকে একটি পিস্তল, ম্যাগাজিন ও তিনটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে বলে জানিয়েছিল পুলিশ। এই ঘটনায় তাঁকে আটক করা হয়েছিল।
বিএনপির ওই নেতার নাম জাফর আলী। তিনি উপজেলার রাইপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
গাংনী থানার ওসি বানী ইসরাইল শুক্রবার রাত সাড়ে ৯টায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জাফরের বাড়ির বাইরে পরিত্যক্ত একটি জায়গায় অস্ত্র ও ককটেলসদৃশ বস্তু পাওয়া গেছে। এই ঘটনায় তাঁকে সন্দেহজনক আটক করা হয়েছিল। পরে যৌথ বাহিনী দিনভর জাফর আলীকে জিজ্ঞাসাবাদ করে।
ওসি আরও বলেন, যেখান থেকে অস্ত্র ও বোমা উদ্ধার হয়েছে, তার পাশেই পাকা সড়ক। সাধারণ মানুষ প্রতিনিয়ত চলাচল করে। অন্য কেউ জাফর আলীকে ফাঁসাতে অস্ত্র-বোমা রেখে যেতে পারে। এ কারণে তাঁকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। প্রকৃত অপরাধীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
সূত্র প্রথম আলো