1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অভয়নগরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত মণিরামপুরে পানিবন্দী এলাকায় এড শহীদ ইকবাল মানুষের কাছে ‘মানবতার ফেরিওয়ালা’ হাবিব ভাই ডুমুরিয়ার ডাকাতিয়ার বিলের অপরূপ সৌন্দর্য পদ্ম ফুল মাগুরায় ডুমিরশিয়া ডিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অফিস সহকারীর বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ! বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর সুস্থতা কামনা জুলাই স্মৃতি উদযাপনে যশোরে রক্তদান ও মেডিকেল ক্যাম্পেইন যশোর ফতেপুর রাজাপুরে দম্পতিকে জিম্মি করে নগদ টাকা স্বর্ণালংকার লুট থানায় মামলা যশোরে নকল লোগো দিয়ে এলপিজি বিক্রি,করিম পেট্রোলিয়ামকে জরিমানা ব্রেকিং নিউজ **** যশোরে বাসচাপায় আহত স্কুলছাত্রী ফারিয়া ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে

মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে — অতিরিক্ত কারা মহাপরিদর্শক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানিয়ে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল বলেছেন, কারাগারে মাদক সম্পূর্ণভাবে বন্ধ করা রাতারাতি সম্ভব না হলেও কারা কর্তৃপক্ষ কঠোর অবস্থান গ্রহণ করেছে। তিনি জানান, মাদকের সঙ্গে জড়িত জেল পুলিশ এবং বন্দীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। অতিরিক্ত কারা মহাপরিদর্শক আরও বলেন, ইতোমধ্যে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে কয়েকজন জেল পুলিশকে বরখাস্তসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে প্রশাসনিক সংস্কারে কাজ করছে, তেমনি কারা ব্যবস্থাপনার সংস্কারও তারই অংশ বলে উল্লেখ করেন কর্নেল মোস্তফা কামাল। তিনি বলেন, “প্রতিটি জেলখানায় গিয়ে সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কারের বিষয়গুলো চিহ্নিত করা হচ্ছে।”

কারা প্রশাসনের লক্ষ্য ও অঙ্গীকার প্রসঙ্গে তিনি বলেন, “জেল পুলিশের স্লোগান ‘রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ’ বাস্তবায়নে বন্দীদের জন্য একটি নিরাপদ, মানবিক ও উন্নয়নমূলক পরিবেশ তৈরির চেষ্টা চলছে।”

নরসিংদী কারাগার থেকে পালানো আসামিদের বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত মহাপরিদর্শক বলেন, “এখনো সবাইকে ধরা সম্ভব হয়নি। তবে বাংলাদেশ পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো তাদের গ্রেপ্তারে কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর শক্তি সীমিত হলেও কেউ আইনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন পালিয়ে থাকতে পারবে না।”

যশোর কারাগারের ভবিষ্যৎ উন্নয়ন প্রসঙ্গে কর্নেল মোস্তফা কামাল বলেন, “১৮৭৫ সালে নির্মিত এই কারাগারে এর পর বড় ধরনের সংস্কার হয়নি। অবকাঠামোগত সংস্কার এখন সময়ের দাবি। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে যশোর কারাগারে বড় ধরনের উন্নয়ন কাজ হবে বলে আশা করছি।”
পরিদর্শন শেষে কারাগারের বর্তমান ব্যবস্থাপনায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট