1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ওসমান হাদীর স্মরণে এমএম কলেজ ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন ও মৌন মিছিল শরীফ ওসমান হাদী হত্যার বিচার ও ভারতীয় আগ্রাসন দমনের দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল খুলনায় চরমপন্থীদের গুলিতে সাংবাদিক নিহত, গুলিবিদ্ধ পশু চিকিৎসক দেবাশীষের অবস্থা আশঙ্কাজনক ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল যবিপ্রবি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই যশোরে নাশকতার মামলায় তিন আসামি কারাগারে যশোরের ছাত্রনেতার হাত ধরে ৩০ টি পরিবার পানিবন্দি থেকে মুক্তি পেল কেশবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার মহান বিজয়ের মাসে মাদক নির্মূল না হলে বিজয় হবে অর্থহীন, ইমাম পরিষদ ,বসুন্দিয়া অপারেশন ডেভিল হান্ট বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠানে দুদকের অভিযান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

ঢাকা অফিস : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থার জেলা কার্যালয় থেকে আজ মঙ্গলবার এ সব অভিযান পরিচালনা করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও অনিয়মসহ নানাবিধ অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয় থেকে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে রোগী সেজে টিকেট সংগ্রহকালে সরকার নির্ধারিত ৫ টাকা মূল্যের টিকিট ১০ টাকায় বিক্রির প্রাথমিক প্রমাণ পায়। এ ছাড়া টিম ভর্তি রোগীদের সাথে চিকিৎসা সেবা সংক্রান্ত বিষয়ে কথা বলে নানাবিধ অনিয়ম ও হয়রানির তথ্য পায়। সরেজমিন পরিদর্শনে হাসপাতালের ওয়ার্ড ও ওয়াশরুমের পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পাওয়া যায়। এছাড়াও, হাসপাতালের স্টোর হাউজে স্টক রেজিস্টারে ওষুধ বিতরণের হিসাবে গরমিল পায় দুদক টিম।

এ ছাড়া, বিশ্বব্যাংকের অর্থায়নে আবহাওয়া সম্পর্কে কৃষকদের আগাম বার্তা দেওয়ার জন্য ক্রয়কৃত রেইনগজ মিটার অবহেলাজনিত কারণে অকেজো থাকায় সরকারের অর্থের অপচয় এবং কৃষি কাজের কল্যাণে না আসার অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশনের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম রেইনগজ মিটার ক্রয় ও রক্ষণাবেক্ষণ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র সংগ্রহ করে এবং সংশ্লিষ্ট কার্যালয়ের উপ-পরিচালক এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তার বক্তব্য গ্রহণ করে। পরবর্তীতে টিম সরেজমিন পরিদর্শন করে রেইনগজ মিটারগুলোর অবস্থা পর্যবেক্ষণ করে। সরকারের বিপুল অর্থ ব্যয় করে ক্রয়কৃত রেইনগজ মিটার কৃষি কাজের উন্নয়নে কৃষকদের কোনো কল্যাণে আসেনি বলে প্রাথমিকভাবে পরিলক্ষিত হয়। এছাড়াও, এক্ষেত্রে দায়িত্বপ্রাপ্তদের তত্ত্বাবধানে গাফিলতি ছিল বলে টিমের কাছে প্রতীয়মান হয়েছে।

এদিকে খাগড়াছড়ি এলজিইডি অফিসে দাপ্তরিক গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার এবং সরকারি অর্থে রেস্টুরেন্টের ড্রেন নির্মাণসহ নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের রাঙ্গামাটি সমন্বিত জেলা কার্যালয় থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে এনফোর্সমেন্ট টিম চট্টগ্রাম পার্বত্য উন্নয়ন বোর্ডের নিরপেক্ষ প্রকৌশলী টিমকে সাথে নিয়ে প্রথমে খাগড়াছড়ি সড়ক ও জনপদ অধিদপ্তর ও এলজিইডি থেকে রেকর্ডপত্র সংগ্রহ করে। পরে অভিযোগ সংশ্লিষ্ট বাঁশঝাড় রেস্টুরেন্ট এবং রিছাং ঝর্ণার ১৬০০ মিটার রাস্তার কার্পেটিং ও মেরামত কাজ সরেজমিনে পরিদর্শন করা হয়। সার্বিকভাবে, অভিযানকালে অভিযোগটির প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

অভিযানকালে সংগৃহীত তথ্যাবলি এবং নিরপেক্ষ প্রকৌশলীর প্রতিবেদন যাচাই করে অভিযোগের বিষয়ে কমিশনের কাছে পূর্নাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট