1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ওসমান হাদীর স্মরণে এমএম কলেজ ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন ও মৌন মিছিল শরীফ ওসমান হাদী হত্যার বিচার ও ভারতীয় আগ্রাসন দমনের দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল খুলনায় চরমপন্থীদের গুলিতে সাংবাদিক নিহত, গুলিবিদ্ধ পশু চিকিৎসক দেবাশীষের অবস্থা আশঙ্কাজনক ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল যবিপ্রবি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই যশোরে নাশকতার মামলায় তিন আসামি কারাগারে যশোরের ছাত্রনেতার হাত ধরে ৩০ টি পরিবার পানিবন্দি থেকে মুক্তি পেল কেশবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার মহান বিজয়ের মাসে মাদক নির্মূল না হলে বিজয় হবে অর্থহীন, ইমাম পরিষদ ,বসুন্দিয়া অপারেশন ডেভিল হান্ট বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার

আদালত অবমাননা ও পরিবারের জানমালের নিরাপত্তা চেয়ে জেলা প্রশাসকের নিকট পল্লবের আবেদন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

ঝিকরগাছা প্রতিনিধি : বিজ্ঞ আদালতের রায়, ডিক্রি ও চিরোস্থায়ী নিষেধাজ্ঞা রক্ষা ও পরিবারের জানমালের নিরাপত্তা চেয়ে জেলা প্রশাসকের নিকট শহিদুল ইসলাম পল্লব আবেদন দাখিল করেছেন। তিনি শিমুলিয়া ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামের সোহারব হোসেনের ছেলে।

জেলা প্রশাসকের কার্যালয়ের রবিবার (০১ জুন) আবেদন সূত্রে জানা যায়, বিজ্ঞ আদালতের রায়, ডিক্রি ও চিরোস্থায়ী নিষেধাজ্ঞাকে অবমাননা করে আমার ও আমার পরিবারকে সর্বশান্ত এবং সরকার সরকারি রাজস্ব বঞ্চিত হওয়ার বিষয়ে স্থানীয় সংবাদকর্মীরা বিগত ২০মে ২০২৫ইং তারিখের পর বিভিন্ন পত্রিকায় ঝিকরগাছার অনিয়মের বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদ প্রকাশ হওয়ার পর সরকারি কর্মকর্তাদের সহযোগিতায় স্থানীয় নেতা-কর্মীরা বিগত ২৬মে ২০২৫ইং তারিখে ঝিকরগাছা প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করেন। উক্ত সংবাদ সম্মেলনে বিজ্ঞ আদালতের রায়, ডিক্রি ও চিরোস্থায়ী নিষেধাজ্ঞাকে অবমাননাকর লিখিত বক্তব্য পাঠ করেন। বর্তমানে উক্ত সংবাদ সম্মেলনের স্বাক্ষরকারী গং কর্তৃক আমার পরিবারের উপর বিভিন্ন প্রকার হুমকি-ধামকি ও ক্ষয়ক্ষতি করে আসছে। বিজ্ঞ আদালতের চিরোস্থায়ী নিষেধাজ্ঞাকে অবমাননা করে জমি জবর দখলের হুমকি প্রদর্শন করে আসছে। যে সকল নেতা-কর্মীরা এমন কর্মকান্ড পরিচালানা করছে তাহারা রাষ্ট্র ও নিরিহ জনগণের জন্য হুমকি, ক্ষতিকর ও বিপদজনক। তাহারা সর্বদা আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর পরিকল্পনায় লিপ্ত। এমতাবস্থায় উক্ত সংবাদ সম্মেলনের স্বাক্ষরকারী গং এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিলে এলাকায় আইনশৃঙ্খলার চরম অবনতির আশঙ্কা বিদ্ধমান। এমতাবস্থায় আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহিনতায় ভুগছি। যে কোন মূহুর্ত্বে তাহারা আমাদের উপর বড় ধরণের ক্ষতি সাধন করতে পারে।
আবেদন দেওয়ার বিষয়ে শহিদুল ইসলাম পল্লবের নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন, আমাদের উক্ত জমিতে বিজ্ঞ আদালতের রায়, ডিক্রি ও চিরোস্থায়ী নিষেধাজ্ঞা আছে। আজ রবিবার (০১ জুন) সকালেও মাছ ধরেছেন। তবে ইতি পূর্বে বিভিন্ন দপ্তরে একাধিকবার ন্যায় বিচার চেয়ে আবেদন করেছি। কিন্তু অদ্যবধিও আমি কোন সমাধান পায়নি। বর্তমানে আমি ও আমার পরিবারের জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছি। এই জন্য মাননীয় জেলা প্রশাসক স্যারের নিকট ন্যায় বিচারের আশায় আবেদন করেছি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট