1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শার্শায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ডুমুরিয়া উপজেলা শীতার্তদের পাশে প্রশাসন: গভীর রাতে কম্বল নিয়ে দ্বারে দ্বারে ইউএনও বেনাপোলে মিথ্যা ঘোষণার আড়ালে ইলিশ আমদানি জব্দ চালানে পুরোনো চক্র,প্রশ্নের মুখে কাস্টমসের ভেতরের ভূমিকা যশোরে ‘রফিকুর রহমান ও হাসিনা রহমান শিক্ষা’ ভবনের উদ্বোধন অসুস্থ অসহায় তুকাব্বরের পাশে “আমরা সবাই এক” সামাজিক সংঘ্য ঝিকরগাছায় গণ অধিকার পরিষদের সম্মনায়ক কমেটি অনুমোদন যশোর উপশহর ইউনিয়ন বিএনপির আয়োজিত শোক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অসুস্থ অসহায় তুকাব্বরের পাশে “আমরা সবাই এক” পালবাড়িতে বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে চাইনিজ কুড়ালের কোপে অবসরপ্রাপ্ত সেনা সদস্য গুরুতর আহত শার্শায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত

শার্শায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল: যশোরের শার্শা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে বেনাপোলে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারী) বিকেলে বেনাপোল সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন এর মাঠ প্রাঙ্গনে যশোর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান মধু’র সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম এর সঞ্চালনায় উক্ত কুরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত অনুষ্ঠানটি শুরু হয়।

এসময় দেশ গঠনের চলমান আন্দোলনকে আরও বেগবান করা, সংগঠনের ভিত মজবুত করা এবং ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার লক্ষ্যেই এ সভার আয়োজন করা হয়।

এই সমাবেশে হাজারো নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

এ সভায় বিশেষ অতিথি হিসেবে যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ বাবুল হোসেন, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইমদাদুল হক ইমদাদ, যশোর জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোঃ রাজেদুর রহমান সাগর, যশোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান বাপ্পি।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মোস্তাফিজ্জোহা সেলিম, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ আল- মামুন বাবলু, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ,
বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মোঃ মফিজুর রহমান বাবু, সদস্য সচিব মোঃ রায়হানুজ্জান দিপু, লপৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ মীর আলম,শার্শা উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মোঃ রিপন হোসেন, সদস্য সচিব মোঃ সেলিম হোসেন আশা, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম শহিদ, সদস্য সচিব মোঃ ওমর ফারুক, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ ওয়াসি উদ্দিন শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব মোঃ সবুজ হোসেন খান, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব মোঃ ইশতিয়াক আহম্মেদ শাওন, শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ মোহাইমিনুল সাগর, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ তোফাজ্জেল হোসেন তুহিন সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, সবাই ঐক্য বদ্ধ হয়ে ধানের শীষ কে বিজয় করতে হবে। এবং দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে আরও সুসংগঠিত ও গতিশীল করার আহ্বান জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট