
আরশাদুল ইসলাম ঝন্টু কেশবপুর যশোরঃযশোরের কেশবপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে।
গত বুধবার (১৮ ডিসেম্বর) রাতের বিভিন্ন সময়ে কেশবপুর উপজেলার পৃথক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
কেশবপুর থানায গ্রেফতারকৃতরা হলেনঃ
১। কেশবপুর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রহমান রশীদ (৪২),
২। সদর ইউনিয়নের দোরমুটিয়া গ্রামের ১নং ওয়াডের আওয়ামী লীগের সভাপতি রহমত আলী (৪৫)
৩। বিদ্যানন্দকাটি ইউনিয়নের ৬নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি রজব আলী গাজী (৪২)।
পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযান পরিচালনার সময় তাদের গ্রেফতার করা হয়। ডিউটি অফিসার খেকে জানা যায় আজ বৃহস্পতিবার সকালে যশোর জেলহাজতে পাঠানো হয়েছে।