1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিজয় দিবস উপলক্ষ্যে যশোরে জামায়াতের আলোচনা সভায় বক্তারা-দেশ স্বাধীন হলেও প্রকৃত মুক্তি আসেনি ডুমুরিয়ায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত কেশবপুরে মহান বিজয় দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যান সোসাইটির রেলি ও পুস্প স্তবক অর্পন মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের শ্রদ্ধাঞ্জলি যশোরে মতুয়া মিশন যশোর জেলা শাখার আয়োজনে কাউন্সিল অধিবেশন ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত যশোর কমিউনিটি উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক যশোরে ভ্যাট দিবস উদযাপন, শুরু পাঁচ দিনব্যাপী ভ্যাট সপ্তাহ কেশবপুরের ত্রিমোহিনীতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে ভয়াবহ দুর্ঘটনা, আহত ১২ বেনাপোলে বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

বিজয় দিবস উপলক্ষ্যে যশোরে জামায়াতের আলোচনা সভায় বক্তারা-দেশ স্বাধীন হলেও প্রকৃত মুক্তি আসেনি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ০ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি: ৫৫ তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি করেছে জামায়াতে ইসলামী যশোর জেলা শাখা।
১৬ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার সকাল ১০ টায় শহরের জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল।
তিনি তাঁর বক্তৃতায় বলেন, দেশ স্বাধীন হলেও আমরা প্রকৃত মুক্তির স্বাদ পাইনি। ৫৪ বছরেও দুর্নীতি অপশাসন হত্যা নির্যাতন চাঁদাবাজি থেকে আমরা মুক্ত হতে পারিনি।
তিনি আরও বলেন, ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছিল তা এখনো উদ্ঘাটন হয়নি। ভারত বাংলাদেশকে তাঁদের করদরাজ্য হিসেবে ব্যবহার করতে চেয়েছিল। তাই দেশের শিক্ষক, লেখক, সাহিত্যিক বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়। আমরা বুদ্ধিজীবী হত্যার প্রকৃত রহস্য উন্মোচনের দাবি জানায়। জাতীয় ঐক্য ছাড়া কোনো জাতির উন্নতি সম্ভব নয় উল্লেখ করে জেলা আমীর বলেন, জামায়াত জাতীয় ঐক্য চায়। তাহলে স্বনির্ভর ও উন্নত জাতি হিসেবে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। অতীতে দেশকে পরিকল্পিত রাজনৈতিক বিভক্তির মধ্যে রাখা হয়েছিল। এতে দেশের উন্নতির চেয়ে ক্ষতি হয়েছে বেশি।
২৪ এর জুলাই গণঅভুত্থানের মধ্য দিয়ে আমরা ভারতীয় আধিপাত্যবাদ থেকে মুক্ত হতে পেরেছি। জাতি আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিকে চেয়ে আছে। একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হবে। এর মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক নতুন অভিযাত্রা সুচিত হবে।
বক্তৃতা করেন, যশোর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ভিপি আব্দুল কাদের, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন, গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, অফিস সেক্রেটারি নূরে আলী নূর মামুন, সদর উপজেলা জামায়াতের আমীর আশরাফ হোসেন, শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা ইসমাইল হোসেন প্রমুখ। সঞ্চালনা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মনিরুল ইসলাম।
বক্তারা বলেন, মুক্তিকামি মানুষ রক্ত দিয়ে যে উদ্দেশ্যে স্বাধীনতা এনে দিয়েছিলো, ৫৪ বছর পর সেই উদ্দেশ্য পূরণ হয়নি। স্বনির্ভর জাতি হিসেবে আমরা প্রতিষ্ঠিত হতে পারিনি। এখনো সমাজে দুর্নীতি, বৈষম্য, চাঁদাবাজি দুর হয়নি।
ভারতীয় আধিপত্যবাদ আবার আমাদের গ্রাস করতে চায়। তারই অংশ হিসেবে শরিফ ওসমান হাদির ওপর হামলা করা হয়েছে বলেও মন্তব্য করেন বক্তারা।
আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। দড়াটানা, গাড়িখানা, চৌরাস্তা, মাইকপট্টি হয়ে আইনজীবী সমিতি ভবনের সামনে র‍্যালি শেষ হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট