
যশোর অফিস : গতকাল ১২/১২/২৫ সকাল ১১.০০ ঘটিকা হতে রেড ক্রিসেন্ট সোসাইটি হল, যশোরে মতুয়া মিশন যশোর জেলা শাখার আয়োজনে মতুয়া মিশন অধিবেশন ও মতুয়া প্রতিনিধি সম্মেলন(১৫০/২০০) অনুষ্ঠিত হয়েচ্ছে।
উক্ত কাউন্সিল অধিবেশন ও মতুয়া প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহামতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর,সভাপতি, শ্রী শ্রী গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটি। উক্ত কাউন্সিল অধিবেশন ও প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছে শ্রীমতি সুবর্ণা ঠাকুর, কেন্দ্রীয় নির্বাহী সভাপতি, শ্রী শ্রী গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটি। দীপঙ্কর দাস রতন, সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন কমিটি,যশোর জেলা শাখা সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, মতুয়া সম্প্রদায়ের অনুসারী।
কাউন্সিল অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করছেন গৌতম কুমার বিশ্বাস, আহবায়ক,যশোর জেলা মতুয়া মিশন।
প্রধান অতিথি মহামতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর তাঁর বক্তব্যে বলেন, সনাতন ধর্মের মূল শক্তি হলো মানবতা, সত্য, শৃঙ্খলা ও পরোপকার। মতুয়া দর্শনের মূল শিক্ষাও মানুষকে মানুষ হিসেবে ভালোবাসা, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং নৈতিক পথ অনুসরণের ওপর গুরুত্ব আরোপ করে। তিনি আরও বলেন, মতুয়া মিশনের প্রতিটি কর্মী ও অনুসারীকে সমাজে শান্তি প্রতিষ্ঠা ও সাম্যবোধ জাগ্রত করতে ভূমিকা রাখতে হবে। তিনি আগামী প্রজন্মকে সনাতন মূল্যবোধে উজ্জীবিত করার আহ্বান জানান এবং মতুয়া মিশনের সার্বিক অগ্রগতি ও ঐক্য ধরে রাখার জন্য সকলকে একযোগে কাজ করার অনুরোধ করেন।