1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে মতুয়া মিশন যশোর জেলা শাখার আয়োজনে কাউন্সিল অধিবেশন ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত যশোর কমিউনিটি উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক যশোরে ভ্যাট দিবস উদযাপন, শুরু পাঁচ দিনব্যাপী ভ্যাট সপ্তাহ কেশবপুরের ত্রিমোহিনীতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে ভয়াবহ দুর্ঘটনা, আহত ১২ বেনাপোলে বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত শার্শার লাউতাড়ায় ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলার শুভ উদ্বোধন কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ৪ যশোরে বসত বাড়িতে হামলার ভাঙচুর একটি পরিবার এখন রাস্তায় বসবাস করছে সংবাদ সম্মেলন অভিযোগ কেশবপুরে অবৈধ ভাবে নদীর পাড় কাটার অপরাধে তিন জনকে সাজা প্রদান

যশোরে ভ্যাট দিবস উদযাপন, শুরু পাঁচ দিনব্যাপী ভ্যাট সপ্তাহ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোরে আজ বুধবার জাতীয় ভ্যাট দিবস উদযাপন করা হয়েছে। একই সঙ্গে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী “ভ্যাট সপ্তাহ”। এ উপলক্ষে সকাল ১০টায় কমিশনারেট প্রাঙ্গণে সেমিনার ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল— “সময়মত নিবন্ধন নেব, সঠিকভাবে ভ্যাট দেব।”

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) জি. এম. আবুল কালাম কায়কোবাদ। বিশেষ অতিথি ছিলেন কর অঞ্চল, যশোরের কমিশনার মো. মাসুদ রানা; কাস্টমস হাউস, বেনাপোলের কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেন; যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

স্বাগত বক্তব্য রাখেন কাস্টমস হাউস বেনাপোলের অতিরিক্ত কমিশনার মো. মুশফিকুর রহমান এবং সঞ্চালনা করেন যুগ্ম কমিশনার মোহাম্মদ মারুফুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যশোর ভ্যাট কমিশনারেটের কমিশনার শেখ আবু ফয়সল মো. মুরাদ।

সভাপতির বক্তব্যে তিনি জানান, ২০১৩ সাল থেকে সরকার নিয়মিতভাবে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালন করছে, যাতে ভ্যাট ব্যবস্থায় সার্বিক সচেতনতা বৃদ্ধি পায়। অনিবন্ধিত প্রতিষ্ঠান, অটোমেশনে ঘাটতি, রেয়াত–শৃঙ্খলার অসংগতি ও ই–কমার্স থেকে ভ্যাট আহরণে সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও যশোর কমিশনারেট রাজস্ব আদায়ে সন্তোষজনক প্রবৃদ্ধি অর্জন করেছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, অনলাইন ভ্যাট রেজিস্ট্রেশন, ই–রিটার্ন, ই–রিফান্ড, ই–অডিট, ই–পেমেন্ট, ইএফডি ও ভ্যাট স্মার্ট চালানের মতো আধুনিক ডিজিটাল ব্যবস্থাপনার সুবিধা ব্যবহারে ব্যবসায়ীরা আরও উৎসাহী হবেন বলে আশা করা হচ্ছে। দেশের অভ্যন্তরীণ অর্থনীতিকে শক্তিশালী করতে ভ্যাটের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে জানান, দেশের মোট রাজস্ব আয়ে ভ্যাটের অবদান সর্বাধিক। ভ্যাটের প্রবৃদ্ধিকে অর্থনৈতিক অগ্রগতির ইতিবাচক সূচক হিসেবে উল্লেখ করে তিনি যথাযথ ভ্যাট প্রদানের মাধ্যমে প্রকৃত অর্থনৈতিক মুক্তির পথ সুগম করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথিরাও জাতীয় অর্থনীতিতে ভ্যাটের গুরুত্ব তুলে ধরে সঠিক ভ্যাট আদায়ে সকল পক্ষের সহযোগিতা কামনা করেন।

ভ্যাট সপ্তাহ উপলক্ষে প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া ও স্থানীয় ক্যাবল অপারেটরদের মাধ্যমে সচেতনতামূলক টিভিসি প্রচার করছে যশোর ভ্যাট কমিশনারেট। অংশীজনদের সহযোগিতায় চলতি অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে সংস্থাটির পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন সহকারী কমিশনার পিয়াল দত্ত।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট