
আরশাদুল ইসলাম ঝন্টু কেশবপুর যশোরঃযশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নে মোবাইল কোট পরিচালনা করে মাটি ব্যাবসাহিকে ২৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।
আজ (০২/১২/২০২৫) তারিখে মঙ্গলবার কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
নদীর পাড় হতে অবৈধভাবে মাটি কর্তনের কারণে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ অনুসারে ১। মো: বিপ্লব হোসেন (৩২),২।মো: আব্দুল হাসান (২২)৩।মো: সাইফুল ইসলাম (৩৫) নামে তিন ব্যক্তির প্রত্যেককে ১৫ (পনের) দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
এসময় ঘটনাস্থল হতে একটি এস্কেভেটর ও ২টি ট্রাক্টর জব্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন কেশবপুর সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ।
সহকারী কমিশনার (ভুমি) মোঃ শরিফ নেওয়াজ বলেন
জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।কাউকে ছাড় দেওয়া হবে না।