
শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল: বাংলাদেশে অবস্থিত জাপান দূতাবাসের দুইজন কর্মকর্তা বেনাপোল স্থলবন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন করেছেন।
সোমবার (০১ ডিসেম্বর ২০২৫) সকাল ১০ টার সময় বেনাপোল স্থলবন্দর ও ইমিগ্রেশন এলাকা পরিদর্শন করেন, জাপান দূতাবাস এর
সেকেন্ড সেক্রেটারি ও হেড অব সিকিউরিটি সেকশনের Mr. ISHIE Hideaki, এবং বাংলাদেশ জাপান দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি Yamamata,
তারা স্থলবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে ঘুরে দেখেন।
এসময় পরিদর্শনকালে তাদের সাথে উপস্থিত ছিলেন, বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ এমএম সাখাওয়াত হোসেন এবং বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ আব্দুল আল মামুন শাহ্।
তারা জিরো পয়েন্ট, আন্তর্জাতিক প্যাসেঞ্জার ইমিগ্রেশন ভবন, হোটেল সানরুফ ও বেনাপোল পর্যটন মোটেলসহ স্থলবন্দরের বিভিন্ন স্থান ঘুরে দেখেন।
জানা গেছে, বেনাপোল স্থলবন্দর দিয়ে জাপানি নাগরিকদের বিদেশ গমন ও আগমনের প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন হচ্ছে কিনা এবং যাত্রীদের থাকার উপযোগী পরিবেশ ও প্রয়োজনীয় সুবিধা রয়েছে কিনা,এসব বিষয় যাচাইয়ের উদ্দেশ্যে জাপান দূতাবাসের কর্মকর্তারা এ পরিদর্শন করেন।